জনসংখ্যা নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টে দায়ের ৩টি জনস্বার্থ মামলা

জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া আইন আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট, দায়ের জনস্বার্থ মামলা। 

Updated By: Feb 18, 2018, 04:34 PM IST
জনসংখ্যা নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টে দায়ের ৩টি জনস্বার্থ মামলা

নিজস্ব প্রতিবেদন: 'হাম দো হামারে দো'র স্লোগানের কয়েক দশক অতিক্রান্ত হওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি ভারতের জনসংখ্যা। জরুরি অবস্থার সময়ে জোর করে পুরুষদের নির্বীজকরণে অভিযোগ উঠেছিল সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে। এবার 'হাম দো হামারো দো' লাগুর দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হল ৩টি জনস্বার্থ মামলা। আবেদনকারীদের আর্জি, জনসংখ্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক শীর্ষ আদালত। দুই সন্তান নীতি না মানলে শাস্তির ব্যবস্থা করা হোক। 

জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অনুজ সাক্সেনা, পৃথ্বীরাজ চৌহান ও প্রিয়া শর্মা। পরিসংখ্যান দিয়ে দাবি করা হয়েছে, এভাবে চলতে থাকলে ২০২২ সালের মধ্যে দেড়শো কোটিতে চলে যাবে ভারতের জনসংখ্যা। 

আরও পড়ুন- পুরুষ সেজে দুই মহিলাকে বিয়ে, সেক্স টয় দিয়ে যৌনসঙ্গম

আগামী সপ্তাহেই জনস্বার্থ মামলাটির শুনানি। আবেদনকারীদের বক্তব্য, জনসংখ্যার চাপে বেকারত্ব, দারিদ্র, নিরক্ষরতা, রুগ্ন স্বাস্থ্য, দূষণ ও উষ্ণায়ন মাথাব্যাথ্যার কারণ হয়ে উঠেছে। গত ১২ ফেব্রুয়ারিতে জনসংখ্যার বোঝা কমানোর আর্জি নিয়ে মামলা দায়ের করেন অনুপম বাজপেয়ী। 

.