বড়সড় সাইবার হানা Air India-য়, লাখ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা

এয়ার ইন্ডিয়ার দাবি, ডেটা চলে গেলেও এয়ার ইন্ডিয়ার সিস্টেমের কোনও ক্ষতি হয়নি।  

Updated By: May 22, 2021, 12:01 AM IST
বড়সড় সাইবার হানা Air India-য়, লাখ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন: হ্যাকারদের হাতে এয়ার ইন্ডিয়ায় যাত্রীদের ব্যক্তিগত তথ্য। 

লাখ লাখ যাত্রীর ফোন নম্বর, ডেবিট কার্ড-ক্রেডিট কার্ডের তথ্য, পাসপোর্ট সম্পর্কিত তথ্য, নাম, এমনকি জন্ম তারিখ পর্যন্ত চলে গিয়েছে হ্যাকারদের হাতে।

আরও পড়ুন-করোনায় বাংলা কেমন আছে? অসুস্থ শরীরে জানতে চাইলেন কোভিড আক্রান্ত Buddhadeb 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে ২০১১ সালের ২৬ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের বহু ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা(Cyber hacker)।

এয়ার ইন্ডিয়ার(Air India) দাবি, কমপক্ষে ৪৫ লাখ ডেটা চলে গিয়েছে সাইবার দস্যুদের হাতে। তবে তা চলে গেলেও এয়ার ইন্ডিয়ার সিস্টেমের কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন-মানবতাই ধর্ম, মৃত্যু পথযাত্রী মুসলিম করোনা রোগীকে কলমা পড়ে শোনালেন হিন্দু চিকিত্সক  

বিষয়টি নজরে আসার পরই এনিয়ে পদক্ষেপ করেছে এয়ার ইন্ডিয়া।  ডেটা ব্যাঙ্কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞদের দিয়ে সার্ভার পরীক্ষা করা হয়েছে।

.