Pegasus Case: ''মিডিয়ায় প্রকাশিত তথ্য সত্যি হলে তা গুরুতর'', পেগাসাস শুনানি শুরু সুপ্রিম কোর্টে

আড়ি পাতা কাণ্ডে ৯ পিটিশনের ভিত্তিতে বৃহস্পতিবার শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতে।

Updated By: Aug 5, 2021, 12:22 PM IST
Pegasus Case: ''মিডিয়ায় প্রকাশিত তথ্য সত্যি হলে তা গুরুতর'', পেগাসাস শুনানি শুরু সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই বারবার পেগাসাসকাণ্ড নিয়ে উত্তাল হয়েছে সংসদের বাদল অধিবেশন। তদন্ত চাই, বিষয়টি সামনে আসুক এই দাবিতে দায়ের হয়েছে একাধিক পিটিশন। আড়ি পাতা কাণ্ডে  ৯ পিটিশনের ভিত্তিতে বৃহস্পতিবার শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি এনভি রমনা ও বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে উঠেছে এই মামলা।

পেগাসাস কাণ্ডে তদন্ত চেয়ে প্রবীণ সাংবাদিক এন রাম ও শশী কুমার, রাজ্যসভার সিপিএম সাংসদ জন ব্রিটাস এবং আইনজীবী এম এল শর্মা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। এদিন CJI বলেন, ''মিডিয়ায় প্রকাশিত তথ্য সত্যি হলে তা গুরুতর।''  এডিটর্স গিল্ডও সুপ্রিম কোর্টে মামলা করেছে।

‘বাক্‌স্বাধীনতায় আঘাত ও ব্যক্তি পরিসরের মৌলিক অধিকারের পরিপন্থী’ সওয়ার করা হয়েছে পিটিশনে। কপিল সিব্বল সওয়ালে বলেছেন, ''সরকারকে এক্ষেত্রে উত্তর দিতে হবে কত টাকা দিয়েছিল কিনেছিল সরকার। কোথায় রাখা হয়েছ হার্ডডিস্ক।'' 

আরও পড়ুন, Tripura: ''ভিক্ষা নয় ঋণ চাইছি'', এিপুরায় গেরুয়া ঝড় রুখতে TMC-কে সমর্থনের ডাক Kunal-এর

সরকারের বিরুদ্ধে পিটিশনারদের অভিযোগ, স্পাইওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত পরিসরে আড়ি পেতেছে কেন্দ্র। যা দেশের নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার সমান। একমাত্র দেশের নিরাপত্তাজনিত কারণেই এই ধরনের কাজ করতে পারে সরকার। তবে পেগাসাস কাণ্ডে অভিযোগ উঠেছে, রাজনৈতিক কারণে ব্যক্তিগত পরিসরে আড়ি পেতেছে সরকার।

ইজরায়েলি স্পাইওয়্যারের সাহায্যে নেতা, মন্ত্রী, শিল্পপতি, বিচারপতি, সাংবাদিকদের ফোনে আড়ি পাতার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিশন গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.