মাওবাদী বিষয় নরম সুর চিদম্বরমের

দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে বণিকসভার বিশেষ আলোচনা সভায় যোগ দিতে আজ কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী.

Updated By: Sep 22, 2011, 03:44 PM IST

গণফৌজ ভেঙে দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই অস্ত্র সমর্পণেরও. শুধু হিংসা ত্যাগ করে আলোচনায় আসুন. মাওবাদীদের উদ্দেশে আজ স্বভাব বিরুদ্ধ এমনই প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম. শুধু তাই নয়, জঙ্গলমহলে মঙ্গলবার মাওবাদী হিংসার পরও, কলকাতার মাটিতে দাঁড়িয়েই ইঙ্গিতপূর্ণভাবে এই প্রস্তাব দিলেন চিদম্বরম. একইসঙ্গে তিনি স্বীকার করে নিলেন, টাকা, পরিকাঠামো ইত্যাদির অভাবে পুলিশের সংখ্যা বাড়ানোও সম্ভব নয়.
দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে বণিকসভার বিশেষ আলোচনা সভায় যোগ দিতে আজ কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী. বিষয় ছিল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা. প্রত্যাশিতভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের বক্তব্যে উঠে এল মাওবাদী প্রসঙ্গ. অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই মুহূর্তে দেশের সব থেকে বড় বিপদ মাওবাদীরাই. মাওবাদী মোকাবিলায় অতএব ফের একবার আলোচনায় বসার প্রস্তাব দিলেন চিদম্বরম. মাওবাদী মোকাবিলায় যুদ্ধং দেহি মনোভাব বেশ কিছুদিন হল ছেড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী. এটা নতুন কিছু নয়. নতুন হল, আলোচনায় বসার শর্ত হিসেবে চিদম্বরমের আরও নরম সুর নেওয়া. যেখানে তাঁর আহ্বান, গণফৌজ এবং মতাদর্শ অটুট রেখেই আলোচনায় বসুক মাওবাদীরা.
মাওবাদী মোকাবিলায় কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানের আরও পরিবর্তন? কেন সুর আগের তুলনায় নরম? রাজনৈতিক মহলের ব্যাখ্যা,
মাওবাদী মোকাবিলায় বন্দুকের বদলে বন্দুক-- চিদম্বরমের এই তত্ব নিয়ে তাঁর নিজের দল কংগ্রেসের মধ্যেই বিরোধিতা তৈরি হয়েছে. দিগ্বি‍জয় সিংহের মতো নেতারা প্রকাশ্যে বারবারই চিদম্বরমের এই তত্ব খারিজ করেছেন. ইউপিএর দ্বিতীয় বৃহত্তম শরিক তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বন্দুকের বদলে বন্দুকের তত্বে বিশ্বাস করেন না. এই সব রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই সম্ভবত, স্বভাববিরুদ্ধ হলেও আলাপ-আলোচনায় মাওবাদী সমস্যার সমাধানের কথা বলেছেন চিদম্বরম. শুধু তাই নয়, স্রেফ পুলিশ এবং আধা সামরিক বাহিনী দিয়ে মাওবাদীদের মোকাবিলা যে পুরোপুরি সম্ভব নয়, বিভিন্ন রাজ্যের বাস্তব অভিজ্ঞতা থেকে তা বুঝেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী. বুঝেছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে উন্নত দেশগুলির মতো এদেশে পুলিশের সংখ্যা বাড়ানো সম্ভব নয়. কারণ টাকা নেই.
চিদম্বরমের সুর নরমের আরও একটি ব্যাখ্যা দিচ্ছে রাজনৈতিক মহল. এবছরের জুলাইয়ে মুম্বই বিস্ফোরণ এবং এই মাসেই দিল্লি বিস্ফোরণ কোনও ক্ষেত্রেই তদন্তে এখনও বলার মতো কোনও অগ্রগতি হয়নি. এনিয়ে যথেষ্ট চাপে রয়েছেন চিদম্বরম. এবং চাপে রয়েছেন বলেই, মাওবাদী মোকাবিলায় আগের কড়া অবস্থান ছেড়ে এখন অনেকটাই নরম হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী.

.