জরুরি অবতরণের দরজা খুলে ফেললেন যাত্রী, অল্পের জন্য রক্ষা দুর্ঘটনা থেকে

ওয়েব ডেস্ক : আকাশে ওড়ার ঠিক আগে বিমানের আপতকালীন সিড়ি খুলে ফেলায় আহত হলেন এক যাত্রী। ঘটনাটি মুম্বই বিমান বন্দরের। ঘটনা জড়িত যাত্রীকে আটক করেছে CISF।

জানা গেছে, আজ সকালে মুম্বই থেকে চন্ডীগড় যাওয়ার জন্য ইন্ডিগোর বিমান 6E4134 তখন তৈরি। রানওয়ে ছেড়ে বিমানটি ওঠার ঠিক আগে হঠাই খুলে যায় আপতকালীন সিড়ি। প্রথমটায় বিমানের কর্মীরা বুঝতে না পারলেও, কিছু পরই বোঝা যায় 12C সিটের যাত্রীরই কাজ সেটা। শুধু তাই নয়, এই ঘটনার জেরে 12A নম্বর সিটের যাত্রীও অল্পবিস্তর আহত হন। ঘটনার পরই থামিয়ে দেওয়া হয় বিমানের উড়ান। আহত যাত্রীকে চিকিত্‍সাপর জন্য পাঠানো হয় হাসপাতালে। আটক করা হয় অভিযুক্তকে।

এই ঘটনার জেরে বিমানের বাকি যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

English Title: 
Passenger opens emergency exit door of IndiGo aircraft at Mumbai airport, major accident averted
News Source: 
Home Title: 

জরুরি অবতরণের দরজা খুলে ফেললেন যাত্রী, অল্পের জন্য রক্ষা দুর্ঘটনা থেকে

জরুরি অবতরণের দরজা খুলে ফেললেন যাত্রী, অল্পের জন্য রক্ষা দুর্ঘটনা থেকে
Yes
Is Blog?: 
No
Section: