প্যারোলে মুক্ত রাজীব হত্যায় অপরাধী পারারিভালান

Updated By: Aug 24, 2017, 11:14 PM IST
প্যারোলে মুক্ত রাজীব হত্যায় অপরাধী পারারিভালান

ওয়েব ডেস্ক: রাজীব গান্ধী হত্যা মামলার অপরাধী জি পারারিভালানের প্যারোল মঞ্জুর হল আজ। পারারিভালানের বাবার চিকিত্সার কারণ দেখিয়ে সাময়িক মুক্তির দাবি জানিয়েছিলেন তার মা আরপুথাম আম্মাল। ১৯৯১ সালে গ্রেফতার হওয়ার পর থেকে এই প্রথম পারারিভালানের প্যারোলের দাবি মঞ্জুর হল। ভেলোরের জেল থেকে সম্ভবত আগামী কালই ছাড়া পাবে সে।

প্রসঙ্গত, এর আগে পারারিভালানের প্যারোলের আবেদন বাতিল করে দিয়েছিলেন ভেলোর রেঞ্জের কারা বিভাগের ডিআইজি। তিনি বলেছিলেন, 'রুল-২২' অনুযায়ী, পারারিভালানকে 'অর্ডিনারি লিভ' মঞ্জুর করা যাবে না। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পরবর্তীকালে রাজ্য পুলিসের এডিজি জানান, যদি পারারিভালান কড়া পুলিসি প্রহরায় থাকতে রাজি হয়, সেক্ষেত্রে 'অর্ডিনারি লিভ' মঞ্জুর করা যেতে পারে।

উল্লেখ্য, মুরুগান সানথানের সঙ্গে একই অপরাধে যাবজ্জীবন সাজা কাটাচ্ছে জি পারারিভালান। এই মামলার আরেক আসামী তথা মুরুগানের স্ত্রী নলিনি শ্রীহরণ ভেলোরেরই আরেকটি জেলে বন্দি রয়েছে।

.