দিল্লির গণধর্ষণ নিয়ে উত্তাল সংসদ

দিল্লিতে চলন্ত বাসে তরুণীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠল সংসদ। বিরোধীদের প্রতিবাদে রাজ্যসভায় পরপর দু`দফায় অধিবেশন মুলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ হামিদ আনসারি। আজ সভার শুরুতেই ওই ঘটনায় সরকারের বিবৃতি দাবি করেন বিরোধীরা। রাজ্যসভার প্রশ্নোত্তর বাতিল করারও আবেদন জানাতে থাকেন তাঁরা। সরকারের তরফে বিবৃতি দেওয়ার কথা জানানো হলেও বিরোধীদের প্রতিবাদ বন্ধ হয়নি। ফলে ফের অধিবেশন মুলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ। বেলা বারোটার পর রাজ্যসভায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

Updated By: Dec 18, 2012, 01:59 PM IST

চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ করে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এবারে সেই ঘটনার ঢেউ আছড়ে পড়ল সংসদেও। মঙ্গলবার সংসদের দুই কক্ষেই প্রশ্নোত্তর পর্ব বাতিল করে বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। লোকসভায় প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি তোলেন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ।  দিল্লি সরকারের সমালোচনার পাশাপাশি, ধর্ষণে সাজা হিসেবে ফাঁসির সওয়াল করেন বিরোধী দলনেত্রী।
লোকসভায় প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। ধর্ষণকারীর প্রাণদণ্ড দাবি করে বিরোধী দলনেত্রী বলেন ধর্ষিতার শারীরিক ক্ষত মিলিয়ে গেলেও মানসিক আঘাত সারাজীবন থেকে যায়। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি। সংসদের তরফে ঘটনার নিন্দা করে বিবৃতি দেন অধক্ষ্য মীরা কুমার। সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি।
লোকসভার তরফে ঘটনার নিন্দা করে সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন স্পিকার মীরা কুমার।
রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাজির করার দাবিতে সরব হয় বিজেপি। বিরোধীদের হট্টগোলে প্রশ্নোত্তর পর্বে দফায় দফায় অধিবেশন মুলতুবি করতে হয় চেয়ারম্যানকে। বেলা বারোটার পর স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যসভায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
রাজ্যসভায় আলোচনা শেষে বিষয়টি নিয়ে বিবৃতি দিতে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দোষীদের দ্রুত শাস্তি দিতে ওই মামলার বিচার হবে ফার্স্টট্র্যাক কোর্টে। রাজধানীতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গঠনের কথাও জানান সুশীলকুমার শিন্ডে। মহিলাদের ওপর যৌন হেনস্থার ঘটনায় শাস্তি আরও কঠোর করতে সরকার আইন পরিবর্তন করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

.