সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন

Updated By: Jul 16, 2017, 07:47 PM IST
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন

ওয়েব ডেস্ক: কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ বৈঠকে বসছে বিজেপির  পার্লামেন্টারি এক্সিকিউটিভ কমিটি। বিকেল চারটে থেকে বৈঠক। গত কয়েকটি অধিবেশনের মতো এবারও, সমালোচনা আর প্রতিবাদের ঝড় তুলবে বিরোধীরা। সেই পরিস্থিতিতে কী হবে সরকারের স্ট্র্যাটেজি, তা ঠিক করবেন দলের নেতারা। এরপর শরিক দলের সঙ্গেও বৈঠক করবেন বিজেপি নেতারা।

আরও পড়ুন সোমবার লোকসভা, রাজ্যসভা, বিধানসভার সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন

এই দুই বৈঠকের পরেই উপ রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করবে NDA। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি নির্বাচনের আগে বৈঠকে বসছে কংগ্রেসও। মীরা কুমার, গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে ওই চা চক্রে হাজির থাকার কথা সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরও। সন্ধেয় ফের সর্বদল ডেকেছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

আরও পড়ুন  পাখির ধাক্কা, কপালজোরে প্রাণে বাঁচলেন ১৭৪ জন বিমানযাত্রী

.