অলওয়ারের আঁচ এবার সংসদে!

অলওয়ারের আঁচ সংসদে। গোরক্ষকদের হাতে পশু ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। বিতর্ক বাড়ল সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর বক্তব্যে। অলওয়ারের ঘটনাকে কেন্দ্র করে তপ্ত সংসদ। রাজ্যসভায় তুমুল বাকযুদ্ধ।

Updated By: Apr 6, 2017, 09:28 PM IST
অলওয়ারের আঁচ এবার সংসদে!
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : অলওয়ারের আঁচ সংসদে। গোরক্ষকদের হাতে পশু ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। বিতর্ক বাড়ল সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর বক্তব্যে। অলওয়ারের ঘটনাকে কেন্দ্র করে তপ্ত সংসদ। রাজ্যসভায় তুমুল বাকযুদ্ধ।

জবাব দিতে উঠে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী যা বললেন, তাতে বিতর্ক গেল বেড়ে। এই মন্তব্যের পর আরও চেপে ধরে কংগ্রেস। দু'পক্ষই যখন সুর চড়াচ্ছে, তখন এগিয়ে আসেন রাজ্যসভার স্পিকার। PJ ক্যুরিয়ন বলেন, সরকার হাউসকে এবিষয়ে সঠিক রিপোর্ট দিক।

আরও পড়ুন- অনেকটা-ই বাড়তে চলেছে রেলের যাত্রীভাড়া!

লোকসভায় অলওয়ার প্রসঙ্গ তোলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। গোরক্ষার নামে সংখ্যালঘুকে হত্যা রাজস্থানে পঞ্চম ঘটনা বলে দাবি করেন তিনি। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান বিরোধীরা। জবাবে রাজনাথ সিং বলেন, রাজস্থান সরকার অলওয়ারের ঘটনায় আইনি পদক্ষেপ করছে।

লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতির পর বিজেপির মুখ পুড়ল বলেই মনে করছে বিরোধী শিবির। কারণ রাজ্যসভায় দাঁড়িয়ে অলওয়ারে হত্যার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন নকভি। কিন্তু রাজনাথের বক্তব্যেই তা খণ্ডন হয়ে গিয়েছে বলে মনে করছেন বিরোধীরা। এমন দিনে বিধঁতে ছাড়েননি রাহুল গান্ধীও।

.