PAN-Aadhaar Linking: প্যান-আধার সংযোগের শেষ তারিখ ৩১ মার্চ; না করলেই বিপদ, কীভাবে লিঙ্ক করবেন

 আয়কর দফতর ওই ঘোষণা করলেও দেশের কয়েকটি এলাকার মানুষ রয়েছেন যাদের ওই লিঙ্ক করতে হবে না। ২০১৭ সালের মে মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক ঘোষণা অনুযায়ী প্যান ও আধার লিঙ্ক করার নিয়মে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে

Updated By: Mar 4, 2023, 04:07 PM IST
PAN-Aadhaar Linking: প্যান-আধার সংযোগের শেষ তারিখ ৩১ মার্চ; না করলেই বিপদ, কীভাবে লিঙ্ক করবেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে তা না করলে প্যান কার্ড অকেজো হয়ে যাবে। এমনটাই ঘোষণা আয়কর দফতরের। সম্প্রতি আয়কর দফতর ঘোষণা করেছে, প্যানের সঙ্গে আধারের লিঙ্ক বাধ্যতামূলক। যারা এখনও তা করেননি তা তারা করে ফেলুন। আগামী ৩১ মার্চের আগে ওই কাজ শেষ না করলে ১ এপ্রিল থেকে প্য়ান কার্ড অকেজো হয়ে যাবে। 

আরও পড়ুন-ফের হাসপাতালে ভর্তি সনিয়া, কেমন আছেন কংগ্রেস প্রাক্তন সভানেত্রী?

এদিকে, আয়কর দফতর ওই ঘোষণা করলেও দেশের কয়েকটি এলাকার মানুষ রয়েছেন যাদের ওই লিঙ্ক করতে হবে না। ২০১৭ সালের মে মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক ঘোষণা অনুযায়ী প্যান ও আধার লিঙ্ক করার নিয়মে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই ছাড়া পাবেন-

অসম, মেঘালয়, জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা।

আয়কর আইনের ১৯৬১ সালের আইন অনুযায়ী অনাবাসী ভারতীয়রা।

আশি বা তার বেশি বয়সের মানুষজন।

ভারতে থাকেন অথচ এদেশের নাগরিক নন।

কীভাবে আধার ও প্য়ান লিঙ্ক করা যাবে

আয়কর দফতরের ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে।

হোম পেজে ‘Link Aadhaar ‘ সেকশনে যেতে হবে।

ওই লিঙ্কে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে।

নির্দিষ্ট জায়গায় আধার ও প্যান নম্বর দিতে হবে।

ওই নম্বর দেওয়া হলে “Link Aadhaar”-এর জায়গায় ক্লিক করতে হবে।

এবার “link now” এর জায়গায় ক্লিক করতে হবে। এতেই আপনার প্যান ও আধাল লিঙ্ক হয়ে যাবে। 

এসএমএস-এও প্যান ও আধার লিঙ্ক করা যাবে

এক্ষেত্রে 567678 or 56161 এই দুই নম্বরে এসএমএস পাঠাতে হবে এভাবে।

UIDPAN স্পেস ১২-সংখ্য়ার আধার নম্বর স্পেস ১০ সংখ্যার প্যান নম্বর 

কীভাবে জানবেন আপনার প্যান ও আধার লিঙ্ক করা আছে কিনা-

যেতে হবে https://pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar সাইটে।

সাইট খুললে আপনার প্যান নম্বর, ডেট অব বার্থ ও ক্যাপচা কোড দিতে হবে।

এবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

এরপরই দেখা যাবে আপনার প্যান ও আধার লিঙ্ক আছে কিনা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.