Kulbhushan Yadav: আন্তর্জাতিক চাপে নতিস্বীকার, কুলভূষণ যাদবকে এই অধিকার দিতে বাধ্য হল পাকিস্তান

চরবৃত্তি করার অভিযোগ কুলভূষণ যাদবকে মৃত্যদণ্ড দিয়েছে পাক সেনা আদালত

Updated By: Nov 17, 2021, 08:02 PM IST
Kulbhushan Yadav: আন্তর্জাতিক চাপে নতিস্বীকার, কুলভূষণ যাদবকে এই অধিকার দিতে বাধ্য হল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ও ভারতের চাপে শেষপর্যন্ত ঘাড় কাত করতে বাধ্যা হল পাকিস্তান। পাক জেলে বন্দি ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত অফিসারকে আদালতে আবেদন করার অধিকার দিতে বিল পাস করাল পাকিস্তান। দেশের সংসদের দুই কক্ষের এক যৌথ অধিবেশন বসিয়ে ওই বিল পাস করাতে বাধ্য হল ইমরান খান সরকার। এর ফলে মৃত্যুদন্ডের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারবেন কুলভূষণ।

বালোচিস্তানে চরবৃত্তি করার অভিযোগ কুলভূষণ যাদবকে মৃত্যদণ্ড দিয়েছে পাক সেনা আদালত। যদিও ভারতের দাবি, ইরান থেকে অপহরণ করে বালোচিস্তানে আনা হয় কুলভূষণকে। ব্যবসার কাজে ইরান গিয়েছিলেন কুলভূষণ। ২০১৭ সালে তাকে গ্রেফতার করে পাক সেনা।

আরও পড়ুন-Duare Ration: মুখ্যমন্ত্রীর সূচনার ২৪ ঘণ্টার মধ্যেই সমন্বয়ের অভাবে সরব একাংশ গ্রাহক

এদিকে, মামলাটি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিয়ে গিয়েছে ভারত। সেই মামলায় আন্তর্জাতিক আদালত রায় দিয়েছে, কুলভূষণ যাদবকে উপযুক্ত আইনি সহায়তা পাওয়ার যুযোগ দিতে হবে। সেই চাপ বাড়ার পরই ওই বিল পাস করাতে বাধ্য হল পাক সরকার।  এর আগে ওই একই উদ্দেশ্যে ২০২০ সালে বিরোধীদের বিরোধিতা সত্বেও একটি অর্ডিন্যান্স পাস করায় ইমরান খান সরকার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.