দেশের জলসীমায় ঢুকলে জবাব দেবে ভারতও, বিদেশি সাবমেরিনকে হুঁশিয়ারি মুরুগেশনের

Updated By: Jun 30, 2015, 03:45 PM IST
দেশের জলসীমায় ঢুকলে জবাব দেবে ভারতও, বিদেশি সাবমেরিনকে হুঁশিয়ারি মুরুগেশনের

ভারতের জলসীমায় বিদেশি সাবমেরিন ঢুকলে, উপযুক্ত জবাব দিতে পারে ভারতীয় নৌসেনাও। ভারতের সাবমেরিনও যে কোনও দেশে জলসীমা লঙ্ঘনের ক্ষমতা রাখে। নাম না করেই চিন ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন নৌসেনার ভাইস অ্যাডমিরাল পি মুরুগেশন।

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে আজ ৩টি যুদ্ধজাহাজের উদ্বোধন করেন তিনি। বলেন, "কোনও দেশে অন্য দেশের সাবমেরিন নৌবহর করা কোনও বড় ব্যাপার নয়। কিন্তু, আমাদের জলসীমায় অন্য দেশের সাবমেরিন ঢোকার ব্যাপারে কড়া নজর রাখা হবে।" নৌবাহিনীর আধুনিকীকরণে পাকিস্তানকে সাহায্য করছে চিন। কয়েকদিন আগেই ভারতীয় জলসীমার মধ্যে দিয়ে পাকিস্তানে গিয়েছে চিনের একটি সাবমেরিন। ভারত দুই প্রতিবেশির সম্পর্কের দিকে সতর্ক নজর রাখছে বলে জানিয়েছেন ভাইস অ্যাডমিরাল মুরুগেশন।

.