গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা আক্রান্ত দেশে, ৩ হাজার ছাড়ালো মোট মৃতের সংখ্যা

 গত ২৪ ঘন্টাতেই শুধু আক্রান্ত ৫,২৪২ জন। যা একদিনে এপর্যন্ত সর্বোচ্চ।

Updated By: May 18, 2020, 11:43 AM IST
গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা আক্রান্ত দেশে, ৩ হাজার ছাড়ালো মোট মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষের দোরগোড়ায়। গত ২৪ ঘন্টাতেই শুধু আক্রান্ত ৫,২৪২ জন। যা একদিনে এপর্যন্ত সর্বোচ্চ। দেশজুড়ে ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১২০জন।  শত চেষ্টা করেও সারা বিশ্বের কাছে এখনও অধরা করোনা প্রতিষেধক। ভারতে করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের লকডাউন ৪.০ এর ডাক দিয়েছেন। কিন্তু তাতেও রোখা সম্ভব হচ্ছে না মৃত্যুমিছিল।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনই ৩ হাজার জনের বেশি প্রাণ কেড়ে নিয়েছে নোভেল করোনা।

আরও পড়ুন:Lockdown 4.0: বিধিনিষেধ মেনে লকডাউনেও চালু থাকবে এইসব পরিষেবা

দেশের এক তৃতীয়াংশ করোনা রোগীর আস্তানা মহারাষ্ট্র। সেরাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। তারপরেই বেহাল অবস্থা গুজরাট, তামিলনাড়ু ও দিল্লির। এই তিন রাজ্যে করোনা আক্রান্ত ১০ হাজারের আশেপাশে। দৈনিক ৫ হাজার জন আক্রান্ত হলেও স্বাস্থ্য় মন্ত্রকের গলায় বিজয়ের সুর। তাঁদের বক্তব্য অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় ভালো ফল করেছে ভারত। সুস্থ হওয়ার দিক থেকেও নাকি ভারতের দশা অন্যদের তুলনায় স্বস্তির। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮২৪ জন। অর্থাৎ শতাংশের বিচারে প্রায় ৩৮ শতাংশ।
সারা বিশ্বব্যাপী এই অদৃশ্য মারণ শত্রুর আক্রমণের ফলে প্রাণ গিয়েছে ৩ লক্ষেরও বেশি মানুষের, আক্রান্ত প্রায় ৪৮ লক্ষ। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খারাপ অবস্থা আমেরিকার, সে দেশে করোনায় প্রাণ গিয়েছে প্রায় ৯০ হাজার মানুষের। আক্রান্তর সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়েছে।

.