ঋণ মকুবের দাবিতে মহারাষ্ট্র বিধানসভা অভিযানে ৩০ হাজার কৃষক

রাজ্য সরকারের কাছে কৃষকদের দাবি, অবিলম্বে ক্ষতিপূরণ বাবদ ঋণের টাকা মকুব করতে হবে। সেই সঙ্গে জমিতে ব্যবহৃত বিদ্যুতের বিলও মকুব করার কথা ঘোষণা করতে হবে সরকারের।   

Updated By: Mar 9, 2018, 07:17 PM IST
ঋণ মকুবের দাবিতে মহারাষ্ট্র বিধানসভা অভিযানে ৩০ হাজার কৃষক

নিজস্ব প্রতিবেদন : ঋণ মকুব থেকে জোর করে কৃষিজমি অধিগ্রহণ বন্ধের দাবি নিয়ে মহারাষ্ট্র বিধানসভা অভিযানের নামলেন রাজ্যের ৩০ হাজার কৃষক। নাসিক থেকে গত মঙ্গলবার তারা পদব্রজে যাত্রা শুরু করেছেন। আগামী ১২ মার্চ মুম্বইয়ে বিধানসভা ভবনে পৌঁছবেন। সেখানে বিক্ষোভ প্রদর্শন করবেন তাঁরা।

তাদের অভিযোগ, রাজ্য সরকার যে কৃষিনীতি নিয়েছে তা কৃষক বিরোধী। এর ফলে সমস্যায় পড়েছেন কৃষকরা। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও পোকার আক্রমণে রাজ্যের প্রায় ৮৩ শতাংশ জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন ২.৯৩ লাখ কৃষক। রাজ্য সরকার ২ হাজার ৪২৫ কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা করলেও, তা যথেষ্ট নয় বলে দাবি কৃষক সংগঠনের।

আরও পড়ুন- গামছা উড়িয়ে, পাথর ছুড়ে ট্রেন দুর্ঘটনা রুখলেন গ্রামবাসী

রাজ্য সরকারের কাছে কৃষকদের দাবি, অবিলম্বে ক্ষতিপূরণ বাবদ ঋণের টাকা মকুব করতে হবে। সেই সঙ্গে জমিতে ব্যবহৃত বিদ্যুতের বিলও মকুব করার কথা ঘোষণা করতে হবে সরকারের।   

অন্যদিকে মহারাষ্ট্র সরকারের জানিয়েছে, ৭৭.২৯ লাখ কৃষক ঋণ মকুবের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যেই ৫৫ লাখ কৃষকের ১৩ হাজার ৭৮২ কোটি টাকা মকুব করা হয়েছে।

.