Post-Poll Violence Case: ২৮৭৭-র মধ্যে ১৩৫৬টি অভিযোগ ভুয়ো, সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ রাজ্যের
‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় সুপ্রিম কোর্টে নোট রাজ্যের।
নিজস্ব প্রতিবেদন: ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় সুপ্রিম কোর্টে নোট পেশ করল রাজ্য। সেখানে বিস্ফোরক অভিযোগ করল সরকার। রাজ্যের দাবি, ‘ভোট পরবর্তী হিংসা’ সংক্রান্ত ২৮৭৭টি অভিযোগ খতিয়ে দেখেছে পুলিস। যার মধ্যে ১৩৫৬টি ভুয়ো অভিযোগ।
রাজ্যের আরও দাবি, পুলিসের তরফে ১৪২৯টি মামলা করা হয়েছে। ৬৫২টি অভিযোগের এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ৮ হাজার ৮৫২ জনকে অভিযুক্ত হিসেবে পাওয়া গিয়েছে। ৫ হাজার ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে বা তারা আত্মসমর্পন করেছে বা জামিনে মুক্ত রয়েছে। সিআরপিসি-র সেকশন ৪১এ-তে নোটিস পাঠানো হয়েছে ২ হাজার ৯৮৯ জনকে। রাজ্যের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়ে তৈরি কমিটির তরফে রাজ্য পুলিসের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে তা ভুল।
আরও পড়ুন: Narendra Modi: মোদী-বাইডেন প্রথম সাক্ষাৎ, আফগনিস্তান নিয়ে আলোচনার সম্ভাবনা
আরও পড়ুন: Congress: যোগ দিতে পারেন কানহাইয়া-মেবানি, তরুণ মুখে নজর কংগ্রেসের
একই সঙ্গে রাজ্যের তরফে জানান হয়েছে, ৫ মে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে ছিল। এমনকী, NHRC কমিটির সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রের শাসকদল বিজেপি ঘনিষ্ঠ হওয়ারও অভিযোগ করেছে রাজ্য।