Opposition Protest: 'মার্শাল ল চলছে, গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে', সরকারকে তোপ Rahul-এর
Vide0: সংসদ ভবন থেকে বিজয়চক বিক্ষোভ মিছিল বিরোধীদের।
নিজস্ব প্রতিবেদন: Pegasus ইস্যুর বিরোধিতা-সহ তিন কৃষি আইন বাতিলের দাবি। নয়াদিল্লির বিজয়চকে একজোট হয়ে বিক্ষোভে বিরোধীরা। কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধী নেতারা। বিক্ষোভে সামিল কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, শিবসেনার সঞ্জয় রাউত-সহ প্রায় সমস্ত বিরোধী দলের নেতারা।
এদিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, "পেগেসাস ইস্য়ুতে সংসদে কোনও আলোচনা হয়নি। কৃষি আইন নিয়ে সরকার আলোচনা করছে না। সংসদেই গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। সংসদে মার্শাল ল চলছে। রাজ্যসভায় মার্শাল নামিয়ে আইন পাশ করানো হচ্ছে।" শিব সেনা অভিযোগ করে, "আমরা বারবার পেগাসাস নিয়ে আলোচনা চেয়েছি। মার্শাল নামিয়ে রাজ্যসভায় বিল পাস করেছে সরকার। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক।"
Delhi | Opposition leaders march towards Vijay Chowk from Parliament demanding repeal of Centre's three farm laws pic.twitter.com/y9E3U5PxES
— ANI (@ANI) August 12, 2021
The opposition didn't get a chance to present their views in Parliament. Yesterday's incident against women MPs was against democracy. It felt like we were standing at the Pakistan border: Sanjay Raut, leader, Shiv Sena pic.twitter.com/MZYeQ1Qju9
— ANI (@ANI) August 12, 2021
The Parliament session is over. As far as 60% of the country is concerned there has been no Parliament session. The voice of 60% of the country has been crushed, humiliated and yesterday in the Rajya Sabha physically beaten: Rahul Gandhi, Congress pic.twitter.com/39uXTIkpKn
— ANI (@ANI) August 12, 2021