Presidential Election: ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত, পওয়ার-প্লেতেই আস্থা বিরোধীদের
দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে হাই-প্রোফাইল বৈঠক বিরোধীদের। 'সবাই সর্বসম্মতিক্রমে শরদ পওয়ারের নামে প্রস্তাব করেছে'', সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মৌপিয়া নন্দী: রাষ্ট্রপতি নির্বাচনে একজোট বিরোধীরা। দিল্লিতে হাই প্রোফাইল বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারকে প্রার্থী করার সিদ্ধান্ত। তিনি যদি রাজি না হন, সেক্ষেত্রে অন্য নাম নিয়ে আলোচনা হবে, সাংবাদিক সম্মেলনে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৫ বছর পার। ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানিয়েছেন, ভোটপ্রক্রিয়ায় কোনও প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হবে না। একমাত্র পচনশীল জৈব সামগ্রীই ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: Narendra Modi: 'কুকুরের মতো মরতে হবে মোদীকে', কংগ্রেস নেতার মন্তব্য়ে তোলপাড়, দায়ের এফআইআর
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে হাতিয়ার করে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। স্রেফ দিল্লিতে দিয়ে শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করা নয়, কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে ২২ অবিজেপি দলের নেতাদের চিঠিও দিয়েছিলেন তিনি। এদিন বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস-সহ ১৭ জন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আপ (AAP) ও তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (TRS) তরফে অবশ্য কেউ বৈঠকে যোগ দেননি।
কী সিদ্ধান্ত নেওয়া হল? বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়, 'বৈঠকে খুবই সংক্ষিপ্ত রিজোলিউশন গৃহীত হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যমতে ভিত্তিতে প্রার্থী দেওয়া হবে। সবার সমর্থনে একজনঅ প্রার্থী হবে। যিনি দেশের সংবিধান রক্ষায় কাজ করবেন এবং মোদী সরকার যাতে সংবিধান ও দেশের সামাজিক বিন্যাসের ক্ষতি করতে না পারে, তা সুনিশ্চিত করবেন'। মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান,'সবাই সর্বসম্মতিক্রমে শরদ পওয়ারের নামে প্রস্তাব করেছে। যদি রাজি হন, তাহলে সবাই সমর্থন করবে। রাজি না হলে অন্য নাম নিয়ে আলোচনা হবে'। আগামী ২০ বা ২১ জুন দিল্লি বা মুম্বইয়ে ফের বিরোধীরা বৈঠক বসে পারে বলে সূত্রের খবর।