বেঙ্গালুরুতে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত ১
এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে রয়েছে ৪ বছর বয়সী একটি মেয়েও।
নিজস্ব প্রতিবেদন: বুধবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মান বহুতলের একাংশ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পুলিকেশি নগর এলাকায়।
এই ঘটনায় এখন পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলিস সূত্রে খবর, মৃতের নাম শম্ভু কুমার। তিনি বিহারের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল।
4-year-old girl rescued by NDRF & Civil Defence Quick Response Team (QRT) in the incident where an under construction building collapsed in Pulikeshi Nagar, Bengaluru, earlier today. 9 people have been rescued so far. #Karnataka pic.twitter.com/YhXFQ3hlzO
— ANI (@ANI) July 10, 2019
আরও পড়ুন: পকেটমার ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনা ধরা পড়ল সিসিটিভি-তে
জানা গিয়েছে, ভেঙে পড়া ওই বহুতল থেকে এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে রয়েছে ৪ বছর বয়সী একটি মেয়েও। আহতদের চিকিত্সার জন্য নীকটবর্তী লেডি কার্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তুপের মধ্যে এখনও কেউ আটকে রয়েছেন কিনা, তা দেখা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।