OMG! এবার নতুন এই ট্রেন আপনাকে পৌঁছে দেবে সময়ের আগে!
১২ ঘণ্টার কম সময়ে দিল্লি থেকে মুম্বই পৌঁছল ভারতের প্রথম হাই স্পিড ট্রেন ট্যালগো। গতকাল বেলা ২টো বেজে ৪৫মিনিটে দিল্লি থেকে শেষ বারের জন্য পরীক্ষামূলক যাত্রা করে ট্যালগো। ১৩৮৪ কিলোমিটারের এই দূরত্ব ট্রেনটি ১৫০ কিলোমিটারের বেশী গতিতে ১২ ঘণ্টার কম সময়ে পুরো করে। আর ভোররাতে মুম্বইয়ে পৌঁছে যায় ট্রেনটি।
ওয়েব ডেস্ক : ১২ ঘণ্টার কম সময়ে দিল্লি থেকে মুম্বই পৌঁছল ভারতের প্রথম হাই স্পিড ট্রেন ট্যালগো। গতকাল বেলা ২টো বেজে ৪৫মিনিটে দিল্লি থেকে শেষ বারের জন্য পরীক্ষামূলক যাত্রা করে ট্যালগো। ১৩৮৪ কিলোমিটারের এই দূরত্ব ট্রেনটি ১৫০ কিলোমিটারের বেশী গতিতে ১২ ঘণ্টার কম সময়ে পুরো করে। আর ভোররাতে মুম্বইয়ে পৌঁছে যায় ট্রেনটি।
আরও পড়ুন- আজ থেকেই ভাড়া বাড়ল রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেসের
চলতি বছরের এপ্রিল মাসে ২০০ কিলোমিটারের বেশী গতিতে চলতে সক্ষম এমন ৯টি ট্যালগো কোচ স্পেন থেকে ভারতে আনা হয়।
এরপরই ঠিক করা হয় দিল্লি থেকে মুম্বইয়ের মধ্যে চালানো হবে এই ট্রেনটি। তবে তার আগে গত কয়েকমাস ধরে ট্রেনটি নিয়ে চালানো হয় ট্রায়াল।