সরকারকে এখনই এই বিষয়টি না জানালে হতে পারে জেল!

আয়কর দফতরে এখন নতুন ব্যস্ততা। আয় গোপন করেছেন এমন সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা তৈরি করা হচ্ছে আয়কর দফতরে। চলছে চিঠি ধরানোর তত্‍পরতাও। এমনকী, সঙ্গতিহীন আয়ের ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্তও নেওয়া হতে পারে তাদের পক্ষ থেকে। হতে পারে জেলও।

Updated By: Sep 11, 2016, 09:09 AM IST
সরকারকে এখনই এই বিষয়টি না জানালে হতে পারে জেল!

ওয়েব ডেস্ক : আয়কর দফতরে এখন নতুন ব্যস্ততা। আয় গোপন করেছেন এমন সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা তৈরি করা হচ্ছে আয়কর দফতরে। চলছে চিঠি ধরানোর তত্‍পরতাও। এমনকী, সঙ্গতিহীন আয়ের ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্তও নেওয়া হতে পারে তাদের পক্ষ থেকে। হতে পারে জেলও।

আরও পড়ুন- অফিসে AC-র কারণে আপনি অসুস্থ হয়ে পড়ছেন না তো!

আপনি কি  নতুন কোনও ফিক্সড ডিপোজিট করছেন ? সরকারকে কি জানিয়েছেন সেই কথা?

ফিক্সড ডিপোজিটের সুদ থেকে আয় গোপন করলে পড়তে পারেন বিপদে। কারণ ফিক্সড ডিপোজিটের আয় কিন্তু করযোগ্য। গোপন আয় সরকারকে জানিয়ে দেওয়ার শেষ দিন ৩০-এ সেপ্টেম্বর। তাই দ্রুত ব্যবস্থা নিন। না হলে বিপাকে পড়তে পারেন আপনিও। 

.