ওড়িশায় বন্যায় নিহত অন্তত ৪৭, বিচ্ছিন্ন ২ লক্ষাধিক মানুষ
ওড়িশায় ভয়াবহ বন্যায় প্রাণ হারালেন অন্তত ৪৭জন। বন্যার জেরে সাইক্লোন বিদ্ধস্ত গঞ্জাম জেলার পাঁচটি ব্লক ও গজপতি জেলার বেশ কিছু অংশের মোট ১২৯টি গ্রামের ২লাখের বেশী মানুষ রাজ্যের বাদ বাকী অংশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।
ওড়িশায় ভয়াবহ বন্যায় প্রাণ হারালেন অন্তত ৪৭জন। বন্যার জেরে সাইক্লোন বিদ্ধস্ত গঞ্জাম জেলার পাঁচটি ব্লক ও গজপতি জেলার বেশ কিছু অংশের মোট ১২৯টি গ্রামের ২লাখের বেশী মানুষ রাজ্যের বাদ বাকী অংশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।
গঞ্জাম ছাড়াও গজপতি, কান্ধামল, খুরদা, পুরি, কটক, জগতসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ ও নয়াগড়ে একটানা বৃষ্টি ও বন্যার গুরুতর প্রভাব পড়েছে।
সাইক্লোনের পর গত চারদিনের একটানা ভারী বৃষ্টির জেরে নদী গুলির জলস্তর বিপদসীমা অতিক্রম করে ভাসিয়েছে পার্শ্ববর্তী অঞ্চল।
ওড়িশার ৩০টি জেলার মধ্যে ১৭টি জেলার ১কোটি ২০ লক্ষ মানুষের জীবন এই একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত।
বন্যা বিদ্ধস্ত অঞ্চলে স্কুল-কলেজগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
সমুদ্রতীরবর্তী নীচু অঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরিয়ে আনার ব্যবস্থা করেছে নবীন পট্টনায়েক প্রশাসন।