Jobs in Rail: প্রচুর কর্মী নিয়োগ করছে রেল, উচ্চ মাধ্যমিক পাস হলেই করা যাবে আবেদন
বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে
নিজস্ব প্রতিবেদন: বেশকিছু পদে কর্মী নিয়োগ করতে চলেছে উত্তরপূর্ব রেল। ওই নিয়োগের জন্য আবেদন পত্র নেওয়া শুরু হয়েছে ২৬ মার্চ। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল। তবে কর্মী নেওয়া হবে স্পোটস কোটায়। এক্ষেত্রে নূন্যতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। আবেদন করা যাবে ner.indianrailways.gov.in সাইটে গিয়েও।
আবেদনের পদ্ধতি
## যেতে হবে ner.indianrailways.gov.in সাইটে।
## ক্লিক করতে হবে ‘recruitment’ এবং এর পরে ‘RRC’-তে
## নতুন পেজ খুললে ক্লিক করতে হবে ‘sports quota recruitment’-তে। পড়ে নিতে হবে শর্ত।
## ক্লিক করতে হবে ‘RRC railways exam’-তে। সিলেক্ট করতে হবে পেমেন্ট বক্স।
## এরপর ব্যক্তিগত তথ্য দিতে হবে।
যোগ্যতা
দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ
বয়স
বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
বেতন
১৯০০-২০০০ টাকা গ্রেড পে। ২৪০০ টাকা গ্রেড পে পাবেন সায়েন্স নিয়ে দ্বাদশ উত্তীর্ণরা।
কোন খেলায় কত পদ
ক্রিকেট (পুরুষ)- ২, কবাডি (পুরুষ)- ২, বাস্কেট বল (পুরুষ)- ১, হকি (পুরুষ)- ২, হকি (মহিলা)- ২, ভলিবল (পুরুষ)- ২, হ্যান্ডবল (পুরুষ)- ২, কুস্তি (পুরুষ)- ২, কুস্তি (মহিলা)- ২, অ্যাথলেটিক্স (পুরুষ)- ২, অ্যাথলেটিক্স (মহিলা)-১, ওয়েট লিফটিং(মহিলা)-১টি পদ।
আরও পড়ুন-Uttarpara: হেলিকপ্টারে বৈষ্ণোদেবী দর্শন! 'প্রতারণা'র শিকার ব্যবসায়ী