সুখবর! অগাস্টের শুরুতেই কমল রান্নার গ্যাসের দাম

জুলাই মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমেছিল।

Updated By: Aug 1, 2019, 06:55 AM IST
সুখবর! অগাস্টের শুরুতেই কমল রান্নার গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদন : নতুন মাস পড়তে না পড়তেই গৃহস্থদের জন্য সুখবর। পয়লা অগাস্ট, বৃহস্পতিবার থেকেই ফের কমল রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৬২.৫০ টাকা কমল। জানা গিয়েছে, জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম কমায় গ্যাসের দামে মূল্যহ্রাস ঘটেছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬৩৭ টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.৫০ টাকা। যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন - এবার আয়কর দফতরের আওতায় আসছে গুগল-ফেসবুক-টুইটার!

প্রসঙ্গত, জুলাই মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমেছিল। পয়লা জুলাই থেকে ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০.৫০ টাকা কমে। এবার অগাস্ট মাসের শুরুতেই আরও ৬২.৫০ টাকা কমল রান্নার গ্যাসের দাম।   

.