সঙ্কটে নয় সরকার: চিদাম্বরম

শ্রীলঙ্কা ইস্যুতে ডিএমকে সমর্থন প্রত্যাহার করলেও সরকার চালাতে সমস্যা হবে না কেন্দ্রের। মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য কমলনাথ এবং মণীশ তিওয়াড়িকে পাশে নিয়ে সাংবাদিকদের এই কথা জানালেন চিদাম্বরম। সরকার যে স্বাভাবিক গতিতেই তার কাজ চালিয়ে যাবে তাও স্পষ্ট করেন তিনি।

Updated By: Mar 20, 2013, 11:12 AM IST

শ্রীলঙ্কা ইস্যুতে ডিএমকে সমর্থন প্রত্যাহার করলেও সরকার চালাতে সমস্যা হবে না কেন্দ্রের। মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য কমলনাথ এবং মণীশ তিওয়াড়িকে পাশে নিয়ে সাংবাদিকদের এই কথা জানালেন চিদাম্বরম। সরকার যে স্বাভাবিক গতিতেই তার কাজ চালিয়ে যাবে তাও স্পষ্ট করেন তিনি।
সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ স্পষ্টই জানান, "সরকার দুর্বল নয়। এখনও কোনও রাজনৈতিক দল সরকারের সংখ্যাগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ করেনি।"
রাজধানীতে আজকের এই সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী চিদাম্বরম বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহ ব্যাখ্যা করে বলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমারিকার আনা প্রস্তাবের সংশোধনী আনবে ভারত। তবে সংসদের সমর্থন নিয়েই সেই পথে এগোবে সরকার বলে জানিয়ে দেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ।

.