সরকারি হাসপাতালে মিলল না স্ট্রেচার, পা ভাঙা রোগীকে এভাবেই বাইরে নিয়ে গেল আত্মীয়রা

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য ভিন্ন দাবি করছে। তাদের বক্তব্য, ওই বৃদ্ধার আত্মীয়দের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়

Updated By: Jun 30, 2018, 04:33 PM IST
সরকারি হাসপাতালে মিলল না স্ট্রেচার, পা ভাঙা রোগীকে এভাবেই বাইরে নিয়ে গেল আত্মীয়রা

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের নানদেদের এক সরকারি হাসপাতালের ঘটনা। পা ভাঙা এ বৃদ্ধাকে হাসপাতালের বাইরে নিয়ে ‌যাওয়ার জন্য মিলল না স্ট্রেচার। ফলের রোগীর আত্মীয়রা ওই বৃদ্ধাকে বিছানার চাদরে বসিয়ে টানতে টানতে বাইরে নিয়ে গেলেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় রাজ্য।

আরও পড়ুন-স্বামীর হাঁসুয়ার কোপে দু-টুকরো স্ত্রী!

সংবাদ মাধ্যম সূত্রে খবর পা ভেঙে ‌যাওয়ায় ওই বৃদ্ধাকে নানদেদের এক সরকারি হাসপাতালে আনা হয়। তাঁর চিকিৎসা করা হয়। এরপর হাসপাতাল থেকে বৃদ্ধাকে বাইরে আনার জন্য প্রয়োজন ছিল একটি স্ট্রেচারের। কিন্তু কোনও স্ট্রেচার পাওয়া ‌যায়নি বলে দাবি পরিবারের। এর পরই বিছানার চাদরে বসিয়ে টানাতে টানতে ওই বৃদ্ধাকে হাসপাতালের বাইরে নিয়ে ‌যাওয়া হয়।

আরও পড়ুন-সপ্তাহান্তে পানীয় জলশূন্য থাকবে কলকাতার বিস্তীর্ণ এলাকা  

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য ভিন্ন দাবি করছে। তাদের বক্তব্য, ওই বৃদ্ধার আত্মীয়দের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। কারণ সেই সময়ে কোনও স্ট্রেচার হাসপাতালে ছিল না। অন্য একজন রোগীকে নিয়ে সেটি বাইরে গিয়েছিল। সেই স্ট্রেচার ফেরার অপেক্ষা করেনি রোগীর আত্মীয়রা।

.