করদাতার টাকায় পার্টি নয়, রাষ্ট্রপতি ভবনে এবার হবে না ইফতার

করদাতাদের টাকায় সরকারি প্রতিষ্ঠানে পার্টি দেওয়া হবে না।

Updated By: Jun 6, 2018, 11:02 PM IST
করদাতার টাকায় পার্টি নয়, রাষ্ট্রপতি ভবনে এবার হবে না ইফতার

নিজস্ব প্রতিবেদন: প্রায় এক দশক বাদে রাষ্ট্রপতিভবনে ইফতার পার্টির আয়োজন করা হবে না। চলতিবছর ইফতার পার্টি বাতিল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। তবে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের আমলে (২০০২-২০০৭) সেই রেওয়াজে ছেদ পড়েছিল। 

রাষ্ট্রপতির মুখপাত্র অশোক মালিক জানিয়েছেন, রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়েছেন, করদাতাদের টাকায় সরকারি প্রতিষ্ঠানে পার্টি দেওয়া হবে না। দেশের ধর্মনিরপেক্ষতার কথা মাথায় রেখে কোনও ধর্মীয় অনুষ্ঠানই উজ্জাপিত হবে না রাষ্ট্রপতি ভবনে। তবে যে কোনও ধর্মীয় উত্সবেই দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন রাষ্ট্রপতি।  
       

উল্লেখ্য, গতবছর রাষ্ট্রপতি ভবনে দীপাবলি উজ্জাপিত হয়নি। তবে ভবন আলো দিয়ে সাজানো হয়েছিল। ক্রিসমাসেও আলাদা করে সেলিব্রেশন হয়নি। সেই ধারাই এবার ইফতারেও। প্রসঙ্গত, রাষ্ট্রপতি ভবন থেকে একমাত্র ইফতারেই পার্টি দেওয়া হয়। দীপাবলি, হোলির মতো উত্সবে সাধারণ মানুষ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে যেতেন। 

আরও পড়ুন- কুমারস্বামীকে সামনে রেখে আদতে কর্ণাটকে 'কংগ্রেসি রাজে'র প্রত্যাবর্তন !

.