'হর হর মোদী` স্লোগান বন্ধ রাখার আবেদন জানালেন মোদী

লোকসভা ভোটের প্রচার চলাকালীন তাঁর ভক্তদের "হর হর মোদী` স্লোগান বন্ধ রাখার আবেদন জানালেন খোদ নরেন্দ্র মোদী। রবিবার টুইটারে তিনি লিখেছেন, কিছু অতি উত্‍সাহী ভক্ত তাঁর নামের আগে "হর হর` শব্দটি ব্যবহার করছেন। তাঁদের উচ্ছ্বাস এবং আবেগকে শ্রদ্ধা জানিয়েই তিনি সেই সমস্ত ভক্তদের আগামী দিনে "হর হর মোদী` স্লোগান ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

Updated By: Mar 24, 2014, 09:45 AM IST

লোকসভা ভোটের প্রচার চলাকালীন তাঁর ভক্তদের "হর হর মোদী` স্লোগান বন্ধ রাখার আবেদন জানালেন খোদ নরেন্দ্র মোদী। রবিবার টুইটারে তিনি লিখেছেন, কিছু অতি উত্‍সাহী ভক্ত তাঁর নামের আগে "হর হর` শব্দটি ব্যবহার করছেন। তাঁদের উচ্ছ্বাস এবং আবেগকে শ্রদ্ধা জানিয়েই তিনি সেই সমস্ত ভক্তদের আগামী দিনে "হর হর মোদী` স্লোগান ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী অনুগামীরা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নামের সঙ্গে "হর হর মোদী` স্লোগান দেওয়া শুরু করেন। আর এতেই প্রবল আপত্তি জানান দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বরুপানন্দ স্বরস্বতী।

এই ব্যাপারে তিনি আরএসএস প্রধান মোহন ভাগবতের কাছে অভিযোগ জানিয়ে, অবিলম্বে মোদী অনুগামীদের "হর হর মোদী` স্লোগান দেওয়া বন্ধ করতে বলেন। কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং ঘনিষ্ঠ শঙ্করাচার্যের দাবি, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নামের আগে "হর হর` শব্দ বসানোর অর্থ, স্বয়ং মহাদেবের অপমান। শঙ্করাচার্যের আপত্তির কথা জানতে পেরে ভক্তদের "হর হর মোদী` না বলার অনরোধ জানান গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।

.