তিস্তা চুক্তি নিয়ে সিদ্ধান্ত হল না ভারত-বাংলাদেশ সচিব স্তরের বৈঠকে

ভারত বাংলাদেশ বিদেশসচিব স্তরের বৈঠকে উঠে এল একগুচ্ছ দ্বিপাক্ষিক ইস্যু। নিরাপত্তা, সীমান্ত সমস্যা সহ তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে মঙ্গলবারের বৈঠকে। তবে তিস্তার জলবন্টন নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি দুই দেশ।

Updated By: Jul 24, 2012, 08:46 PM IST

ভারত বাংলাদেশ বিদেশসচিব স্তরের বৈঠকে উঠে এল একগুচ্ছ দ্বিপাক্ষিক ইস্যু। নিরাপত্তা, সীমান্ত সমস্যা সহ তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে মঙ্গলবারের বৈঠকে। তবে তিস্তার জলবন্টন নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি দুই দেশ।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে শেখ হাসিনা আসীন হওয়ার পর  থেকেই ভারত-বাংলাদেশ দুদেশের সম্পর্ক নতুন খাতে বইতে শুরু করে। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে আলোচনার রূপরেখাও স্থির হয়েছিল। মঙ্গলবারের সচিব স্তরের বৈঠক আলোচনা মূলত সেই রূপরেখা ধরেই এগিয়েছে। আলোচনায় উঠে এসেছে তিস্তা জলবন্টন চুক্তি, নিরাপত্তা, সীমান্ত সমস্যা থেকে একাধিক বিষয় । বৈঠকে নয়াদিল্লির তরফে প্রতিনিধিত্ব করেন বিদেশসচিব রঞ্জন মাথাই এবং বাংলাদেশের তরফে ছিলেন বিদেশসচিব মোহম্মদ মিজারুল কায়েশ। দুদেশের তরফেই স্বরাষ্ট্র, বাণিজ্যমন্ত্রক এবং জলসম্পদ মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে জট না কাটলেও খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে  বিদেশমন্ত্রকের তরফে।
হায়দরাবাদ হাউজে সচিব পর্যায়ের বৈঠকের পর বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদেশসচিব।

.