অপরাধীদের রেয়াত নয়, দেশকে ভরসা দিলেন মোদী
কাঠুয়া ও উন্নাও ধর্ষণকাণ্ডে মুখ খুললেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: কাঠুয়া ও উন্নাও ধর্ষণকাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, গত দুদিন ধরে যে ঘটনাগুলি ঘটেছে, সেগুলি সভ্য সমাজের অংশ হতে পারে না।
নয়া দিল্লিতে আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়ালের অনুষ্ঠানে মোদী বলেন, ''গত দুদিন ধরে যে ঘটনাগুলি ঘটেছে, তা সভ্য সমাজের অংশ হতে পারে না। দেশ ও সমাজের প্রতিনিধি হিসেবে আমরা লজ্জিত। আমি দেশকে আশ্বস্ত করতে চাই, অপরাধীদের ছাড়া হবে না। শাস্তির ব্যবস্থা করা হবে। আমাদের মেয়েরা সুবিচার পাবে।''
Incidents being discussed since past two days cannot be part of a civilised society. As a country, as a society we all are ashamed of it. I want to assure the country that no culprit will be spared, complete justice will be done. Our daughters will definitely get justice: PM pic.twitter.com/4qY0znXXHM
— ANI (@ANI) April 13, 2018
উন্নাও ও কাঠুয়ার ধর্ষণের প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে নয়া দিল্লিতে মোমবাতি মিছিল করেন রাহুল গান্ধী। মোদীর নীরবতা নিয়ে টুইটারে প্রশ্ন তোলেন তিনি। রাহুলের কথায়, ''প্রধানমন্ত্রী আপনার নীরবতা একেবারেই মেনে নেওয়া যায় না।'' এরপর দুটি প্রশ্নও ছুড়েছেন তিনি। রাহুলের প্রশ্ন, ''মহিলা ও শিশুদের উপরে হিংসা বাড়ছে। এনিয়ে আপনার মত কী? কেন ধর্ষক ও হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার?''
আরও পড়ুন- মুকুল-পত্রে তড়িঘড়ি পঞ্চায়েত প্রশিক্ষণ বন্ধ করল কমিশন