রাহুলের মোমবাতি মিছিলে ক্ষুব্ধ প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা বলেন, "সকলের মনে রাখা উচিত কী কারণে তারা এখানে জড়ো হয়েছেন। যারা ধাক্কাধাক্কি করছেন, তাঁদের বাড়ি ফিরে যাওয়া উচিত"।

Updated By: Apr 13, 2018, 08:16 PM IST
রাহুলের মোমবাতি মিছিলে ক্ষুব্ধ প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদন: ভাইয়ের মিছিলে যোগ দিতে এসে মেজাজ হারালেন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার রাতে রাহুল গান্ধীর মোমবাতি মিছিলে ধাক্কাধাক্কি হলে মেজাজ হারান তিনি। বলেন, "সকলের মনে রাখা উচিত কী কারণে তারা এখানে জড়ো হয়েছেন। যারা ধাক্কাধাক্কি করছেন, তাঁদের বাড়ি ফিরে যাওয়া উচিত"। এদিনের মোমবাতি মিছিল ও সমাবেশে প্রিয়াঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্বামী ও দুই সন্তান।

উল্লেখ্য, উন্নাও ও কাঠুয়ায় ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের প্রতিবাদে দিল্লির ইন্ডিয়া গেট চত্বরে সমাবেশের ডাক দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল বলেন, এই ঘটনা এখন আর কেবল রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। ইস্যুটি জাতীয় স্তরে পৌঁছেছে, ফলে অপরাধীদের শাস্তি দাবি করছে গোটা দেশ। আরও পড়ুন- ধর্ষণকাণ্ডে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

.