Budget 2021: আমরা খরচ করেছি, খরচ করেছি, খরচ করেছি: Sitharaman

ট্যাবলেট দেখে এ দিন নিজের সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা দেন নির্মলা সীতারামন।

Updated By: Feb 1, 2021, 06:00 PM IST
Budget 2021: আমরা খরচ করেছি, খরচ করেছি, খরচ করেছি: Sitharaman

নিজস্ব প্রতিবেদন: অতিমারীর পর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সরকারি ব্যয় বাড়ানোর উপদেশ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এ দিন বাজেট পেশের পর সাংবাদিকদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) দাবি করলেন, করোনাকালে খরচ করেছে সরকার। সে জন্যই রাজকোষ ঘাটতি বেড়েছে। তিনি বলেন,'আমরা খরচ করেছি। আমরা খরচ করেছি। আমরা খরচ করেছি।'

ট্যাবলেট দেখে এ দিন নিজের সংক্ষিপ্ততম বাজেট (Budget 2021) বক্তৃতা দেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেটে মূলধনী ব্যয় থেকে পরিকাঠামোয় প্রচুর খরচের প্রস্তাব রয়েছে। দ্বিগুণ বেড়েছে স্বাস্থ্যখাতে খরচ। তবে চিন্তায় রাখছে রাজকোষ ঘাটতি। তার কারণ কোভিড পরিস্থিতিতে সরকারি ব্যয়। নির্মলার সীতারামনের (Nirmala Sitharaman) ব্যাখ্যা,'ফেব্রুয়ারিতে ঘাটতি ছিল জিডিপি-র ৩.৫ শতাংশ। সেটাই বেড়ে হয়েছে ৯.৫%। তাই আমরা খরচ করেছি। খরচ করেছি। খরচ করেছি। একই সময়ে ঘাটতি কমাতে স্পষ্ট দিশাও দিয়েছি। অতিমারীতেও মূলধনী খরচে লাগাম পড়েনি।'

সীতারামন আরও বলেন,'আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে। কৃষি সেসের জন্য ক্রেতাদের অতিরিক্ত খরচ করতে হবে না।' এ দিন ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের জন্য ৫ বছরে ৫০ হাজার কোটি টাকা খরচের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর মতে,'এতে গোটা দেশে গবেষণার পরিবেশ আরও শক্তিশালী হবে।' কর্মসংস্থান সৃষ্টি ও পরিকাঠামোয় প্রচুর খরচ করা হয়েছে বলে দাবি সীতারামনের (Nirmala Sitharaman)। তাঁর বক্তব্য,'ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সংজ্ঞা বদলে ব্যবসায়ীদের বোঝা লাঘব করেছি।' সীতারামনের সুরই শোনা গিয়েছে প্রধানমন্ত্রী গলায়। মোদী বলেছেন,'পরিকাঠামোয় বরাদ্দ বেড়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারিশিল্পে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে।'     

আরও পড়ুন- 'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট', তীব্র আক্রমণ মমতার     

.