জেএমবি জঙ্গিদের হেফাজতে নিতে আদালতে এনআইএ

পশ্চিমবঙ্গ, অসম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ধৃত ৬ JMB জঙ্গিকে হেফাজতে নিতে চায় NIA। কাল আদালতে এই আবেদন জানাবে তারা। ওই ৬ জঙ্গিকে গ্রেফতার করে STF। ধৃতদের মধ্যে রয়েছে খাগড়াগড়কাণ্ডের মাস্টারমাইন্ড ইউসুফ শেখ। ধৃত জঙ্গিদের জেরা করতে চায় বাংলাদেশ পুলিসও। NIA ধৃতদের হেফাজতে পেলে জেরার অনুমতি চাইবে তারা।.

Updated By: Oct 12, 2016, 04:08 PM IST
জেএমবি জঙ্গিদের হেফাজতে নিতে আদালতে এনআইএ

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ, অসম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ধৃত ৬ JMB জঙ্গিকে হেফাজতে নিতে চায় NIA। কাল আদালতে এই আবেদন জানাবে তারা। ওই ৬ জঙ্গিকে গ্রেফতার করে STF। ধৃতদের মধ্যে রয়েছে খাগড়াগড়কাণ্ডের মাস্টারমাইন্ড ইউসুফ শেখ। ধৃত জঙ্গিদের জেরা করতে চায় বাংলাদেশ পুলিসও। NIA ধৃতদের হেফাজতে পেলে জেরার অনুমতি চাইবে তারা।.

আরও পড়ুন- মোদীর 'রাম বন্দনা'য় টুইটারে ঝড়!

উল্লেখ্য, দেশ জুড়ে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় সর্বত্রই নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থাগুলি। তার উপর কিছুদিন আগেই রাজ্যের বীরভূম থেকে গ্রেফতার হয়েছে মুশা। চলন্ত ট্রেন থেকে ধৃত এই জঙ্গি আদতে জেএমবি-র সদস্য বলে জানা গেছে।

আরও পড়ুন- জঙ্গিঘাঁটি নিয়ে ফের বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের

.