আজ মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায়, আদালতে স্বামী অসীমানন্দ

প্রায় এগারো বছর পর সোমবার সম্ভবত মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায় দিতে চলেছে বিশেষ এনআইএ আদালত।

Updated By: Apr 16, 2018, 10:54 AM IST
আজ মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায়, আদালতে স্বামী অসীমানন্দ

নিজস্ব প্রতিবেদন: প্রায় এগারো বছর পর সোমবার সম্ভবত মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার রায় দিতে চলেছে বিশেষ এনআইএ আদালত।

২০০৭ সালে হায়দরাবাদের মক্কা মসজিদে একটি পাইপ বোমা বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। আহত হন ৫৮ জন। ওই বিস্ফোরণের পর শহরজুড়ে প্রবল গোলমাল শুরু হয়ে ‌যায়। সংঘর্ষ থামাতে পুলিস গুলি চালালে আরও ৫ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন -ব্যস্ত সময়ে পার্কস্ট্রিটে বড় বিপত্তি, দীর্ঘ যানজট

ওই মামলায় অভি‌যুক্তদের মধ্যে রয়েছেন হিন্দুত্ববাদী সংগঠন অভিনব ভারতের সদস্য স্বামী অসীমানন্দ, দেবেন্দ্র গুপ্তা, লোকেশ শর্মা, অজয় তিওয়ারি, লক্ষ্মণদাস মহারাজ, মোহনলাল রাতেশ্বর, রাজেন্দ্র চৌধুরি। ইতিমধ্যেই স্বামী অসীমানন্দকে আদালতে আনা হয়েছে। ২ অভি‌য়ুক্ত এখনও পলাতক।

আরও পড়ুন-নাইট ক্লাবের উদ্বোধন করে বিপাকে সাক্ষী মহারাজ

২০০৭ সালে ওই বিস্ফোরণের তদন্তে নামে সিবিআই। ২০১১ সালে তদন্তভার চলে ‌যায় এনআইয়ের হাতে। এখনও প‌র্যন্ত মোট ২২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৪১১টি নথি।  োকেশ শর্মা, ্তা, ব ভারতের সদস্য অসীমানন্দ, ে ‌যায়। সংঘর্ষ থামাতে পুলিস গুলি চালােল আরও ৫ জনের মৃত্যু হয়।

 

.