পুণেতে বাঙালি তরুণী খুনে নয়া মোড়

পুণেতে বেহালার বাঙালি তরুণী খুনের ঘটনায় নয়া মোড়। একসঙ্গে উঠে আসছে ব্যর্থ প্রেমিকের প্রতিশোধ আর স্ট্রিট রোমিওদের শ্লীলতাহানির তত্ত্ব। বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়াকালীন অন্তরা দাসের সঙ্গে পরিচয় হয়েছিল সন্তোষ কুমার নামের এক যুবকের। পরিবার সূত্রে খবর, অন্তরাকে প্রোপোজ করেছিলেন সন্তোষ। পরিবারের দাবি, সন্তোষের প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন অন্তরা। তার জেরেই কি বেঘোরে প্রাণ হারাতে হল তথ্যপ্রযুক্তির তরুণী কর্মীকে?

Updated By: Dec 25, 2016, 12:28 AM IST
পুণেতে বাঙালি তরুণী খুনে নয়া মোড়
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: পুণেতে বেহালার বাঙালি তরুণী খুনের ঘটনায় নয়া মোড়। একসঙ্গে উঠে আসছে ব্যর্থ প্রেমিকের প্রতিশোধ আর স্ট্রিট রোমিওদের শ্লীলতাহানির তত্ত্ব। বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়াকালীন অন্তরা দাসের সঙ্গে পরিচয় হয়েছিল সন্তোষ কুমার নামের এক যুবকের। পরিবার সূত্রে খবর, অন্তরাকে প্রোপোজ করেছিলেন সন্তোষ। পরিবারের দাবি, সন্তোষের প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন অন্তরা। তার জেরেই কি বেঘোরে প্রাণ হারাতে হল তথ্যপ্রযুক্তির তরুণী কর্মীকে?

আরও পড়ুন- বাড়ির কাছেই নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার দুই শিশুর নিথর দেহ

অন্তরাকে যেভাবে এলোপাথাড়ি কোপানো হয়েছে, তাতে জিঘাংসার তত্ত্ব স্বাভাবিক ভাবেই জোরাল। অন্তরার যমজ বোন অঙ্কিতার কাছ থেকে সন্তোষ কুমারের নাম ঠিকানা জোগাড় করেছে পুলিস। অন্যদিকে উঠে আসছে শ্লীলতাহানির তত্ত্বও। পুণেতে অন্তরা যেখানে পেয়িংগেস্ট থাকতেন, সেখানে কয়েকজন যুবক অন্তরাকে প্রায়ই উত্যক্ত করত বলে পরিবার সূত্রে জানা গেছে। কটূক্তির পাশাপাশি কুপ্রস্তাবও দেওয়া হোত বলে অভিযোগ। সমস্যার কথা অন্তরা ফোনে বাড়িতে জানিয়েও ছিলেন।  তাহলে কি সেকারণেই খুন হতে হল তাঁকে? উঠছে সেই প্রশ্নও।

আরও পড়ুন- উবের চালকের 'ডরমেন্ট' ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭ কোটি টাকা

.