এপ্রিল থেকে নতুন নিয়ম চালু করছে SBI

মাসে তিনবারের বেশি টাকা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে জমা করলেই উপভোক্তাকে দিতে হবে অতিরিক্ত আরও ৫০ টাকা। শুধু আক্যাউন্টে টাকা জমা রাখাই নয়, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম  থাকে মাসে ৩ বারের বেশি টাকা তুললেও উপভোক্তাকে দিতে হবে অতিরিক্ত ২০ টাকা। 

Updated By: Mar 6, 2017, 04:23 PM IST
এপ্রিল থেকে নতুন নিয়ম চালু করছে SBI

ওয়েব ডেস্ক: মাসে তিনবারের বেশি টাকা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে জমা করলেই উপভোক্তাকে দিতে হবে অতিরিক্ত আরও ৫০ টাকা। শুধু আক্যাউন্টে টাকা জমা রাখাই নয়, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম  থাকে মাসে ৩ বারের বেশি টাকা তুললেও উপভোক্তাকে দিতে হবে অতিরিক্ত ২০ টাকা। 

সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে লেভির পরিমাণ ৫০ টাকা হলেও কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে লেভির পরিমাণ সর্বাধিক হতে পারে ২০ হাজার টাকা। শুধু টাকা জম নয়, এমনকি যদি অ্যাকাউন্টে নূনতম সঞ্চয় না থাকে তাহলেই ফাইন দিতে হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উপভোক্তাদের। অর্থাৎ এবার থেকে টাকার যে কোনও লেদেনেই আরও সতর্ক হতে হবে উপভোক্তাদের। বেশি বার টাকা জমাতেও দিতে হবে অতিরিক্ত টাকা আবার বেশি বার টাকা তুললেও দিতে হবে অতিরিক্ত লেভি।  

.