২ অক্টোবর থেকে সাধারণ মানুষের জন্য খোলা থাকবে নিউ রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম
নিউ রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। ২ অক্টোবর থেকে সাধারণ মানুষেরা ঘুরতে যেতে পারবেন নিউ রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে। মিউজিয়াম কমপ্লেক্স খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। একমাত্র সোমবার ছাড়া।
ওয়েব ডেস্ক: নিউ রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। ২ অক্টোবর থেকে সাধারণ মানুষেরা ঘুরতে যেতে পারবেন নিউ রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে। মিউজিয়াম কমপ্লেক্স খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। একমাত্র সোমবার ছাড়া।
আরও পড়ুন এই জেলের আসামীরা এখন দুর্গা প্রতিমা গড়তে ব্যস্ত
মিউজিয়ামে যেতে হলে www.presidentofindia.nic.in. ওয়েবসাইটে অনলাইনে বুকিংও করতে পারেন। মিউজিয়ামে প্রবেশের জন্য মাথা পিছু ৫০ টাকা এন্ট্রি ফি লাগবে। এই বিষয়ে যেকোনও কিছু জানার জন্য 011-23013287, 23015321 Extn. 4662, Fax No. 011-23015246 এই নম্বরে ফোন করতে পারেন। এছাড়া reception-officer@rb.nic.in এই মেল আইডিতে মেল করতে পারেন।
আরও পড়ুন জানেন কীভাবে রবিবারই সপ্তাহের ছুটির দিন ঘোষণা হয় ভারতে?