যাত্রী পরিষেবায় রেলের নতুন অ্যাপ!

টিকিট বুকিং থেকে খাবার অর্ডার দেওয়া। সমস্তরকম যাত্রী পরিষেবাই এবার উপভোগ করুন নতুন রেল অ্যাপের মাধ্যমে। যাত্রী পরিষেবায় আরও স্বাচ্ছন্দ্য আনতেই রেলের তরফে পরিকল্পনা করা হয়, একটি ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসার ব্যাপারে। যার মূল লক্ষ্যই হল 'অল প্যাসেঞ্জার সার্ভিস'।

Updated By: Oct 5, 2016, 04:06 PM IST
যাত্রী পরিষেবায় রেলের নতুন অ্যাপ!

ওয়েব ডেস্ক : টিকিট বুকিং থেকে খাবার অর্ডার দেওয়া। সমস্তরকম যাত্রী পরিষেবাই এবার উপভোগ করুন নতুন রেল অ্যাপের মাধ্যমে। যাত্রী পরিষেবায় আরও স্বাচ্ছন্দ্য আনতেই রেলের তরফে পরিকল্পনা করা হয়, একটি ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসার ব্যাপারে। যার মূল লক্ষ্যই হল 'অল প্যাসেঞ্জার সার্ভিস'।

এই অ্যাপের মাধ্যমে যাত্রাপথের পুরো সময়ে যাত্রীর স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখবে রেল। এর মাধ্যমে আপনি টিকিট বুকিং, স্টেশন থেকে ট্যাক্সি বুকিং, খাবার অর্ডার, কুলি, রেস্টরুম বুকিং, বেড রোল অর্ডার, অপরিচ্ছন্ন কোচ নিয়ে অভিযোগ, হোটেল বুক করা, এমনকী বিমানের টিকিটও কাটতে পারবেন। নতুন এই পদক্ষেপের ফলে রেলের আয় বছরে ৫০০ কোটি টাকা বাড়বে বলে আশা করছে মন্ত্রক।

.