নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের দাবি এবার উঠল সংসদেও
নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের দাবি এবার উঠল সংসদেও। আজ ওই দাবি তোলেন নেতাজির নাতি ও তৃণমূল সাংসদ সুগত বসু। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই নেতাজি পরিবারের ওপর নজরদারির বিষয়ে তদন্তও দাবি করেছেন তিনি।
ওয়েব ডেস্ক: নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের দাবি এবার উঠল সংসদেও। আজ ওই দাবি তোলেন নেতাজির নাতি ও তৃণমূল সাংসদ সুগত বসু। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই নেতাজি পরিবারের ওপর নজরদারির বিষয়ে তদন্তও দাবি করেছেন তিনি।
স্বাধীনতার পর টানা ২০ বছর নেতাজির পরিবারের ওপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারির খবর ফাঁস হতেই রাজনৈতিক মহলে হইচই শুরু হয়ে যায়। নাম জড়ায় তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর। সেই সুবাদেই অভিযোগের নিশানা করা হয় কংগ্রেসকেও। এবার বিষয়টি নিয়ে নেতাজির পরিবারের তরফেই প্রশ্ন তোলা হল সংসদে ।
নজরদারির খবর ফাঁস হতেই নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের দাবিতে সরব হয় তাঁর পরিবার। জার্মানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে নেতাজির নাতি সূর্য বসুও একই দাবি পেশ করেন। মঙ্গলবার সেই ইস্যুতেই সরকারি হস্তক্ষেপ চেয়ে সরব হলেন নেতাজির আরেক নাতি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও তখন উপস্থিত ছিলেন সংসদে।
আগামী ১৭ মে নেতাজি পরিবারের সদস্যদের ইতিমধ্যেই বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সব বিষয় নিয়েই সেখানেই আলোচনা হবে বলে পিএমও সূত্রের খবর। এসবের জেরে নেতাজি সংক্রান্ত গোপন ফাইল গুলি আদৌ কি প্রকাশ্যে আনা হবে, সবার নজর এখন সেদিকেই।