কিষাণগঞ্জ সীমান্তে তিনজনকে লক্ষ্য করে গুলি নেপাল পুলিসের, আশঙ্কাজনক ১

গত ১২ জুনের পর ফের ভারত-নেপাল সীমান্তে গুলি চালাল নেপাল পুলিস। গুলিবিদ্ধ কিষাণগঞ্জের এক যুবক।

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 19, 2020, 09:27 PM IST
কিষাণগঞ্জ সীমান্তে তিনজনকে লক্ষ্য করে গুলি নেপাল পুলিসের, আশঙ্কাজনক ১
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: গত ১২ জুনের পর ফের ভারত-নেপাল সীমান্তে গুলি চালাল নেপাল পুলিস। গুলিবিদ্ধ কিষাণগঞ্জের এক যুবক।

আরও পড়ুন-তামিলনাড়ুতে বিজেপির চমক, দলের গুরুত্বপূর্ণ পদে চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে বিদ্যা

সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুয়ায়ী রবিবার নেপাল সীমান্ত লাগোয়া কিষাণগঞ্জে তিন জনকে লক্ষ্য করে গুলি চালায় নেপাল পুলিস। ওই গুলিতে আহত হয়েছেন এক যুবক। কিষাণগঞ্জের পুলিস সুপার জানিয়েছেন গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

গত মাসে বিহারের সীতামারিতে গুলি চালায় নেপাল পুলিস।  ওই ঘটনায় নিহত হন এক গ্রামবাসী। আহত হন আরও ২ জন। তবে নেপাল পুলিস ও সশস্ত্র সীমা বল ওই ঘটনাকে এলাকার গন্ডগোল বলে জানিয়েছিল।

আরও পড়ুন-চাপের মুখে নরম CESC, ২৫ লক্ষ গ্রাহকের বাড়তি মাসুল স্থগিত সংস্থার

উল্লেখ্য, সম্প্রতি নেপাল তার মানচিত্র সংশোধন করে উত্তরাখণ্ডের লিপুলেখ, লিম্পুয়াধুরা ও কালাপানি সে দেশ স্থান দিয়েছে ওলি সরকার। সেই থেকেই দুদেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে রয়েছে। ওই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে ভারত।

.