জম্মুতে আক্রান্ত সিধুর কনভয়, ইটের আঘাতে ভাঙল গাড়ির কাঁচ

বিজেপি নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু আক্রান্ত হলেন। জম্মুতে বিজেপি-র ভোট প্রচারে যাওয়া সিধুর গাড়িকে লক্ষ্য করে ইট ছোঁড়া হল। ইটের আঘাতে কনভয়ে সিধুর গাড়ির কাঁচ ভেঙে যায়। সামান্য আহতও হন দেশের এই প্রাক্তন ক্রিকেটার। তবে এরপরেও জম্মুতে সভা করেন সিধু। সেই সভাতেও সিধুকে পাওয়া যায় স্বভাবসিদ্ধ ঢঙেই।

Updated By: Dec 18, 2014, 05:02 PM IST
জম্মুতে আক্রান্ত সিধুর কনভয়, ইটের আঘাতে ভাঙল গাড়ির কাঁচ
ছবি-অনিল শর্মার টুইটার অ্যাকাউন্টড থেকে

ওয়েব ডেস্ক: বিজেপি নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু আক্রান্ত হলেন। জম্মুতে বিজেপি-র ভোট প্রচারে যাওয়া সিধুর গাড়িকে লক্ষ্য করে ইট ছোঁড়া হল। ইটের আঘাতে কনভয়ে সিধুর গাড়ির কাঁচ ভেঙে যায়। সামান্য আহতও হন দেশের এই প্রাক্তন ক্রিকেটার। তবে এরপরেও জম্মুতে সভা করেন সিধু। সেই সভাতেও সিধুকে পাওয়া যায় স্বভাবসিদ্ধ ঢঙেই।

বিজেপি নেতারা অভিযোগ করেন, বিরোধীরা পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে। আগামী ২০ ডিসেম্বর জম্মু-কাশ্মীরে পঞ্চম তথা শেষ পর্যায়ের ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ২৩ ডিসেম্বর।   গত ২৫ নভেম্বর থেকে কঠিন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট হচ্ছে ভূ- স্বর্গে।

.