NIA: সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ, ইসলামিক সংগঠন পিএফআই-এর ১০০ সদস্য গ্রেফতার

 ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, তেলঙ্গানা-সহ ১০টি রাজ্যে চলছে এনআইএ ও ইডি-র তল্লাশি। তামিলনাড়ুতে পপুলার ফ্রন্টের বেশ কয়েকটি দফতরে হানা দিয়েছে এনআইএ। 

Updated By: Sep 22, 2022, 10:41 AM IST
NIA: সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ, ইসলামিক সংগঠন পিএফআই-এর ১০০ সদস্য গ্রেফতার
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) বৃহস্পতিবার ১০টি রাজ্য জুড়ে সন্ত্রাসবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তল্লাশি চালিয়েছে। জাতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, যে সংস্থাগুলি সন্দেহের তালিকায় রেয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে, তারা সন্ত্রাসী শিবির সংগঠিত করতে এবং যুবকদের সন্ত্রাসী কার্যকলাপে যোগ দিতে উৎসাহিত করার সঙ্গে জড়িত ছিল। অর্থ জোগানো-সহ একাধিক অভিযোগে ইসলামিক মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, PFI-এর ১০০ জন সদস্য গ্রেফতার। 

আরও পড়ুন, Ratan Tata: রতন টাটার হাতে পিএম কেয়ারস-এর গুরুদায়িত্ব, মুখ্য উপদেষ্টা পদে সুধামূর্তি

ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, তেলঙ্গানা-সহ ১০টি রাজ্যে চলছে এনআইএ ও ইডি-র তল্লাশি। তামিলনাড়ুতে পপুলার ফ্রন্টের বেশ কয়েকটি দফতরে হানা দিয়েছে এনআইএ। চেন্নাইয়ে PFI-এর দফতরেও তল্লাশি চালিয়েছে এনআইএ ও ইডি। কেরলেও PFI-এর দফতর-সহ ৫০টি জায়গায় চলছে তল্লাশি। খবর পেয়ে দফতরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন PFI সদস্যরা। কলকাতাতেও চলছে অভিযান। গতকাল গভীর রাতে কড়েয়া থানা এলাকার তিলজলা রোডে এক PFI নেতার বাড়িতে হানা দেয় এনআইএ। এমনকী জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য, প্রশিক্ষণ শিবিরের আয়োজন ও মৌলবাদী সংগঠনে যোগ দেওয়ানোর জন্য মদত করার মতো অভিযোগ রয়েছে PFI-এর বিরুদ্ধে। 

সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, তল্লাশিই "এখন পর্যন্ত সবচেয়ে বড়" এই তদন্ত প্রক্রিয়ার অংশ। পিটিআই-এর মতে, সন্ত্রাসীদের অর্থায়ন, প্রশিক্ষণ শিবির সংগঠিত করা এবং নিষিদ্ধ সংগঠনগুলিতে যোগদানের জন্য মানুষকে উগ্রপন্থী করার অভিযোগে জড়িতদের আস্থানায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীরা PFI-এর জাতীয়, রাজ্য এবং স্থানীয় নেতাদের বাড়িতে যাচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছে, "রাজ্য কমিটির অফিসেও অভিযান চালানো হচ্ছে"।

বেঙ্গালুরু এবং কর্ণাটকের অন্যান্য অংশ জুড়ে কমপক্ষে ১০ টি জায়গা এনআইএ দ্বারা অনুসন্ধান করা হচ্ছে। সূত্র জানিয়েছে, যার মধ্যে পিএফআই রাজ্যের সভাপতি নাজির পাশার বাসভবন রয়েছে। প্রতিক্রিয়ায় পিএফআই একটি বিবৃতিতে বলেছে, "আমরা ভিন্নমতের কণ্ঠরোধ এজেন্সিগুলিকে ব্যবহার করার জন্য ফ্যাসিবাদী শাসনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ করছি।"

আরও পড়ুন, Gang Rape in UP: মাঠে কাজ করতে দিয়ে গণধর্ষিত ৩ মাসের গর্ভবতী, ইনসাফ চেয়ে ভ্রূণ হাতে থানায় শাশুড়ি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.