BJP: আসন্ন ৫ রাজ্যের ভোটে ভূমিকা কী হবে, দিল্লিতে জাতীয় পদাধিকারীদের বৈঠক বিজেপির

কয়েকদিন আগেই বিজেপির ন্যাশনাল একজিকিউটিভ কাউন্সিল ঢেলে সাজিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

Updated By: Oct 18, 2021, 01:31 PM IST
BJP: আসন্ন ৫ রাজ্যের ভোটে ভূমিকা কী হবে, দিল্লিতে জাতীয় পদাধিকারীদের বৈঠক বিজেপির

নিজস্ব প্রতিবেদন: দেশের ৫ রাজ্যে ভোটের আগে রণকৌশল তৈরির প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সোমবার দিল্লিতে বসেছে বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠক। বাংলা থেকে ওই বৈঠকে রয়েছেন দিলীপ ঘোষ ও অনুপম হাজরা।

আরও পড়ুন-Vegetable Price Hike: সবজি-ফলের অগ্নিমূল্যে নাজেহাল আমজনতা, জেনে নিন আজকের বাজারদর

কয়েকদিন আগেই বিজেপির ন্যাশনাল একজিকিউটিভ কাউন্সিল ঢেলে সাজিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কাউন্সিলে এসেছেন বেশ কিছু নতুন মুখ। বাদ পড়েছেন দলের বেশকিছু প্রভাবশালী নেতা। তারপরেই আজ ন্যাশনাল অফিস বেয়ারারদের প্রথম বৈঠকে বসেছে দিল্লিতে।

কেন এমন বৈঠক? বিজপি সূত্রে খবর, সামনেই দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে দলের রণনীতি কী হবে তা ঠিক করতেই আজ সকাল থেকে বৈঠকে বসেছেন দলের পদাধিকারীরা। বিকেলের দিকে ওই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পাঁচ রাজ্যে নির্বচনে দলের রূপরেখা কী হবে তা ঠিক করে দিতে পারেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-India vs Pakistan: ভাজ্জির দুসরায় লাইনচ্যুত 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'!

এদিকে, আগামী মাসের ৭ তারিখ ন্যাশনাল একজিকিউটিভ কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠকেই ঠিক হয়ে যাবে উত্তরপ্রদেশে দলের রণকৌশল কী হবে। তার আগে ন্যাশনাল অফিস বেয়ারাদের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। আজকের বৈঠকে মূলত ২টি দিক নিয়ে আলোচনা হবে। প্রথমত, ওই ৫ রাজ্যে কোন কোনও ইস্যুকে সামনে রেখে লড়াই করবে দল। দ্বিতীয়ত, ওই পাঁচ রাজ্যে দলের অফিস বেয়ারারদের কী ভূমিকা হবে তার খানিকটা আভাস দিয়েছেন জে পি নাড্ডা। সূত্রের খবর, উত্তর প্রদেশ ভোটের আগে রাজ্যে যেসব শাখা সংগঠনগুলি রয়েছে তাদের আরও সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.