সেলফি তুলতে গিয়ে এবার মারা গেলেন অ্যাথলিট

ফের সেলফি মৃত্যু। এবার সেলফি তুলতে গিয়ে মারা গেলেন জাতীয় পর্যায়ে সোনা জয়ী অ্যাথলিটের। বছর দুয়েক আগে ভোপালের সাইয়ের ক্যাম্পে যোগ দেন পূজা কুমারী। স্টিপল চেস বিভাগে অনুশীলন করছিলেন তিনি। গতকাল সন্ধ্যায় সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয় কুড়ি বছরের পূজার।

Updated By: Jul 31, 2016, 10:54 AM IST
সেলফি তুলতে গিয়ে এবার মারা গেলেন অ্যাথলিট
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: ফের সেলফি মৃত্যু। এবার সেলফি তুলতে গিয়ে মারা গেলেন জাতীয় পর্যায়ে সোনা জয়ী অ্যাথলিটের। বছর দুয়েক আগে ভোপালের সাইয়ের ক্যাম্পে যোগ দেন পূজা কুমারী। স্টিপল চেস বিভাগে অনুশীলন করছিলেন তিনি। গতকাল সন্ধ্যায় সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয় কুড়ি বছরের পূজার।

আরও পড়ুন-এগুলো ফ্রিজে রাখলে ভালোর চেয়ে খারাপ হবে বেশি!

সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, প্রতিদিনের প্র্যাকটিশ সেরে দু সতীর্থ অ্যাথলিটের সঙ্গে পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন পূজা। সেখানেই তারা ঠিক করেন একটা সেলফি তুলবেন। তারপর সেটা আপলোড হবে সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছা জানানো হবে দেশের অলিম্পিয়ান অ্যাথলিটদের। কিন্তু ভাল সেলফি তোলার জন্য একেবারে পুকুরের ধারে চলে যান পূজা। তারপর পা পিছলে পড়ে যান পুকুরে। সাঁতার জানতেন না পূজা, তার সতীর্থ দুই অ্যাথলিটেরও সাঁতার জানা ছিল না। ফলে সলিল সমাধি হয় পূজা-র।

আরও পড়ুন-অফিসে যৌন হেনস্থা রোখার দাওয়াই!

.