জাতীয় সঙ্গীত থেকে সরিয়ে ফেলা হোক অধিনায়ক শব্দটি, দাবি রাজস্থানের রাজ্যপালের

জাতীয় সঙ্গীত থেকে অধিনায়ক শব্দটি বাদ দেওয়া হোক । চাইছেন রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিং। এবং এই মন্তব্য করে রীতিমতো বিতর্কে  জড়িয়ে পরেছেন তিনি। 

Updated By: Jul 8, 2015, 01:20 PM IST
জাতীয় সঙ্গীত থেকে সরিয়ে ফেলা হোক অধিনায়ক শব্দটি, দাবি রাজস্থানের রাজ্যপালের

ওয়েব ডেস্ক: জাতীয় সঙ্গীত থেকে অধিনায়ক শব্দটি বাদ দেওয়া হোক । চাইছেন রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিং। এবং এই মন্তব্য করে রীতিমতো বিতর্কে  জড়িয়ে পরেছেন তিনি। 

তাঁর প্রশ্ন, জন-গণ-মন-অধিনায়ক জয় হে, এই লাইনে অধিনায়ক কে? এরপরেই তাঁর মন্তব্য, অধিনায়ক শব্দে ব্রিটিশের প্রশংসা করা হয়েছে। তাই লাইনটি বদলে করা হোক, জন-গণ-মঙ্গল গাহে। এই বক্তব্য তিনি রেখেছেন রাজস্থান বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশতম সমাবর্তন অনুষ্ঠানে। কল্যাণ সিং বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু জাতীয় সঙ্গীতের শব্দটি বদলে দেওয়া উচিত।

রাজস্থানের রাজ্যপালের এই মন্তব্যের পর বিরোধীদের কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে প্রধানমন্ত্রীকেও।  

.