প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্যালেস্তাইন সফরে নরেন্দ্র মোদী

আরব আমিরশাহি, ওমান ও প্যালেস্তাইন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। 

Updated By: Jan 27, 2018, 10:22 PM IST
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্যালেস্তাইন সফরে নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিবেদন: বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যালেস্তাইন, আরব আমিরশাহি ও ওমানে যাবেন তিনি। প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্যালেস্তাইনের ভূখণ্ডে পা রাখবেন মোদী।

দুবাইয়ে একটি সম্মেলনে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। তাঁকে সাম্মানিক অতিথির মর্যাদা দেওয়া হয়েছে। আমিরশাহি ও ওমানে অনাবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বললেন নমো। 

১৯৮৮ সালে প্যালেস্তাইনকে দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভারত। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ওই ভূখণ্ডে পা রাখবেন। গতবছর ইজরায়েলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে পড়শি ভূখণ্ডে যাননি। 

আরও পড়ুন- 'নব্য বঙ্গে'র মোড়কে লোকসভায় নজর মোদীর

কয়েকদিন আগেই ৬ দিনের ভারত সফরে এসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তার আগে রাষ্ট্রসঙ্ঘে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণার বিপক্ষে ভোট দিয়েছিল ভারত। ফলে প্যালেস্তাইনে মোদী কী বলেন, সে দিকে নজর থাকবে গোটা বিশ্বের। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে মুসলিমদের কাছে মন জেতার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী।

.