আজ নীতিশের রাজ্যে হাইটেক প্রচারে মোদী

বিজেপির ২০১৪ লোকসভা নির্বাচনের মুখ নরেন্দ্র সিং মোদীর এবারের লক্ষ্য নীতিশ কুমারের বিহার। আজ টেলিকনফারেন্সের মাধ্যমে ১,৫০০ পার্টি নেতা ও কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন গুজরাতের মুখ্যমন্ত্রী।

Updated By: Jul 6, 2013, 11:11 AM IST

বিজেপির ২০১৪ লোকসভা নির্বাচনের মুখ নরেন্দ্র সিং মোদীর এবারের লক্ষ্য নীতিশ কুমারের বিহার। আজ টেলিকনফারেন্সের মাধ্যমে ১,৫০০ পার্টি নেতা ও কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন গুজরাতের মুখ্যমন্ত্রী।
এই নরেন্দ্র মোদীর নির্বাচনী মুখ হওয়া নিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাই বিহার মোদীর কাছে প্রেস্টিজ ফাইটও বটে।
আজকের ভিডিও কনফারেন্সে বিহারের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন রণকৌশল নিয়ে আলোচনা করবেন মোদী। প্রসঙ্গত, নির্বাচনী মুখ নির্বাচিত হওয়ার পর এই প্রথম প্রচারের জন্য হাই টেক প্রযুক্তির সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি।
আজ সন্ধে ৬টা থেকে এই কনফারেন্স শুরু হবে। মোট ৩টি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে আজকের কনফারেন্সকে। প্রতিভাগে ৫০০জন করে নেতা কর্মীরা নরেন্দ্র মোদীর সঙ্গে মত বিনিময় করতে পারবেন।

.