উত্তর প্রদেশে প্রতিরক্ষা করিডরে ২০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মোদীর

উত্তর প্রদেশে শিল্প সম্মেলনের প্রথম দিনেই  ২,২৮ লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব পেল যোগী সরকার।      

Updated By: Feb 21, 2018, 06:09 PM IST
উত্তর প্রদেশে প্রতিরক্ষা করিডরে ২০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মোদীর

নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের পিছিয়ে পড়া এলাকা বুন্দেলখণ্ডের উন্নয়নে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অঞ্চলে তৈরি হবে প্রতিরক্ষা শিল্পের করিডর। উত্তর প্রদেশের শিল্প সম্মেলনে মোদীর ঘোষণা, বাজেটে দু'টি প্রতিরক্ষা শিল্পের করিডর গঠনের প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে একটি তৈরি হবে বুন্দেলখণ্ডে। ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে এই প্রকল্পে। কর্মসংস্থান হবে প্রায় ২.৫ লক্ষ যুবকযুবতীর।

প্রধানমন্ত্রী আরও বলেন,''উত্তরপ্রদেশে বিশাল সম্ভাবনা রয়েছে। রাজ্যের উন্নয়নে দরকার সঠিক নীতি, পরিকল্পনা ও কঠোর পরিশ্রম। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যবাসী 'সুপারহিট' কাজ করে দেখাতে আগ্রহী।''     

আরও পড়ুন- ত্রিপুরায় বিপুল হারে পড়ল ভোট, কীসের ইঙ্গিত?     

উত্তর প্রদেশের শিল্প সম্মেলনের প্রথম দিনেরই ১,০৪৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সবমিলিয়ে বিনিয়োগ ৪.২৮ লক্ষ কোটি টাকা। যোগী আদিত্যনাথের কথায়, ''এটা গর্বের বিষয়। আমরা নতুন উত্তরপ্রদেশ গঠনের লক্ষ্যে এগোচ্ছি।'' 

.