‘মন কি বাত’-এ নীরব মোদী সম্পর্কে শুনতে চায় জনতা, মোদীকে কটাক্ষ রাহুলের

প্রধানমন্ত্রী তাঁর মাসিক রেডিও আলাপচারিতা ‘মন কি বাত’-এর জন্য দেশের মানুষের পরামর্শ চেয়ে থাকেন। ততাকেই ফের কটাক্ষ করলেন রাহুল

Updated By: Feb 21, 2018, 05:07 PM IST
‘মন কি বাত’-এ নীরব মোদী সম্পর্কে শুনতে চায় জনতা, মোদীকে কটাক্ষ রাহুলের

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের দুর্নীতি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির দাবি, দেশের মানুষ এবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে নীরব মোদীর কথা শুনতে চায়।

পিএনবি-র দুর্নীতি সম্পর্কে দলের নেতারা মুখ্ খুললেও প্রধানমন্ত্রী এখনও এনিয়ে এখনও চুপ। আর তাকেই হাতিয়ার করলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘গত মাসে আপনি মন কি বাত অনুষ্ঠানের জন্য দেওয়া দেওয়া আমার দেওয়া পরামর্শ মানেননি। আপনি জানেন দেশের মানুষ আপনার কাছ থেকে কী শুনতে চান। তাহলে ‘মন কি বাত’-এর জন্য পরামর্শ চান কেন? নীরব মোদী ২২,০০০ কোটি টাকার দুর্নীতি ও ৫৮,০০০ কোটির রাফাল দুর্নীতি সম্পর্কে দেশের মানুষকে জানান।’
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার 'শাস্তি', তৃণমূল কর্মীর হাতে কোপ
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তাঁর মাসিক রেডিও আলাপচারিতা ‘মন কি বাত’-এর জন্য দেশের মানুষের পরামর্শ চেয়ে থাকেন। ততাকেই ফের কটাক্ষ করলেন রাহুল। রাহুল আরও লিখেছেন ছাত্রদের পরীক্ষায় পাস করার পরামর্শ দিতে গিয়ে ২ ঘণ্টা কথা বলেন প্রধানমন্ত্রী। আর ২২,০০০ কোটির পিএনবি দুর্নীতি নিয়ে ২ মিনিট বলেন না কেন!

মঙ্গলবার মেঘালয়ে ভোটের প্রচার গিয়েও একদফা প্রধানমন্ত্রকে বিঁধেছেন রাহুল। তিনি বলেন, ‘বিজয় মালিয়া বা নীরব মোদীর মতো লোকজন ‌যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তাদের দেশ থেকে পালিয়ে ‌যেতে সাহা‌য্য করেছে সরকার। ওই দুই ঘটনা থেকে বোঝা ‌যায় সরকার দুর্নীতি দমন তো দূরের কথা নিজেই সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী।’

 

 

.