'গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাই', কারফিউয়ের মুম্বইয়ে আবেদন যুবকের, যা বলল পুলিস
পুলিসের রিপ্লাই মন কাড়ল নেটিজেনদের
নিজস্ব প্রতিবেদন: 'গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাই। গাড়িতে কোন স্টিকার লাগাব?', প্রশ্ন করেছিলেন মুম্বইয়ের এক যুবক। পাল্টা উত্তরে যা বলল মুম্বই পুলিস তা মন কেড়েছে নেটিজেনদের। কোভিড সংক্রমণ বৃদ্ধির ফলে বর্তমানে মুম্বইতে ১৪৪ ধারা জারি রয়েছে। ৫ জন বা তাঁর বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। এমনকী জরুরি বা অত্যাবশকীয় পরিষেবার ক্ষেত্রে গাড়িতে স্টিকার লাগানোর ব্যবস্থাও চালু করেছে মুম্বই পুলিস।
We understand it’s essential for you sir but unfortunately it doesn’t fall under our essentials or emergency categories!
Distance makes the heart grow fonder & currently, you healthier
P.S. We wish you lifetime together. This is just a phase. #StayHomeStaySafe https://t.co/5221kRAmHp
— Mumbai Police (@MumbaiPolice) April 22, 2021
এই অবস্থায় অশ্বিন বিনোদ নামে একজন টুইটার ইউজার মুম্বই পুলিসকে ট্যাগ করে লেখেন তিনি তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চান। এর জন্য তাঁকে গাড়িতে কোন স্টিকার লাগাতে হবে? গার্লফ্রেন্ডকে খুব মিস করছেন বলেও জানান তিনি। এরই পাল্টা উত্তরে মুম্বই পুলিস টুইট করে 'আমরা বুঝতে পারছি আপনার জন্য দেখা করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অত্যাবশকীয় পরিষেবার তালিকার আওতায় এটি পড়ে না। দূরত্ব সম্পর্ক মজবুত করে। সারাজীবন একসাথে থাকুন এই কামনা করি।'
আরও পড়ুন: গাছ তো নয় Oxygen-ভাণ্ডার, ঘরে রাখলে সুস্থ থাকবেন
মুম্বই পুলিসের এই টুইট মুহূর্তে ভাইরাল হয়। অনেকেই প্রশংসা করেছেন। অনেকে আবার মনে করছেন, এই টুইটের জবাব না দিয়ে কোভিড মোকাবিলায় নজর দেওয়া উচিত পুলিসের।