সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল মুম্বইয়ের মনোরেল
মুম্বাইয়ে সাধারণ মানুষের জন্য চালু হল ভারতের প্রথম মনোরেল পরিষেবা। ওয়াডালা থেকে চেম্বুর পর্যন্ত চলবে এই মোনোরেল। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় আশি কিলোমিটার। প্রাথমিকভাবে আট কিলোমিটারের সামান্য বেশি রাস্তা চললেও পরবর্তীতে কুড়ি কিলোমিটার পথে চলবে এই আধুনিকতম যান। আপাতত সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মিলবে মোনোরেল পরিষেবা।
মুম্বাইয়ে সাধারণ মানুষের জন্য চালু হল ভারতের প্রথম মনোরেল পরিষেবা। ওয়াডালা থেকে চেম্বুর পর্যন্ত চলবে এই মোনোরেল। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় আশি কিলোমিটার। প্রাথমিকভাবে আট কিলোমিটারের সামান্য বেশি রাস্তা চললেও পরবর্তীতে কুড়ি কিলোমিটার পথে চলবে এই আধুনিকতম যান। আপাতত সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মিলবে মোনোরেল পরিষেবা।
ট্রেন পাওয়া যাবে পনেরো মিনিট অন্তর। মোনোরেলে সবচেয়ে কম দামের টিকিট পাঁচ টাকা এবং সর্বোচ্চ এগারো টাকা। সকাল থেকেই মোনোরেল চড়ার জন্য সাধারণ মানুষের ভিড় স্টেশন গুলিতে।